প্যান বা আধার নয় তবে কি এবার নয়া নীতি আনতে চলেছে কেন্দ্রীয় সরকার? জানুন বিশদ তথ্য

বাদল অধিবেশনে একের পর এক বিল (Act) পেশ করেই চলেছে কেন্দ্রীয় সরকার (Central Government)। ঠিক তেমনই একটি বিল রয়েছে এখন আলোচনার শীর্ষে। জানা গিয়েছে এমন একটি বিলের প্রসঙ্গ টানা হয়েছে, যার মাধ্যমে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ১৯৬৯ কার্যকর হওয়ার ৫৪ বছরের মধ্যে প্রথমবারের মতো সংশোধন করা হতে পারে।  আর গত সপ্তাহেই এই বিল পেশ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই।  ড্রাইভিং লাইসেন্স ইস্যু, স্কুল ও কলেজে এডমিশন এবং সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে জন্মসনদকে একক নথি হিসাবে ব্যবহারকরার অনুমতি দেওয়ার কথা বলা হচ্ছে এই বিলে। অবশ্য এই বিল এলে ভবিষ্যতে কি কি সুবিধা হতে পারে তা এখনো আমরা কেউই জানি না।

 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেন, “সামাজিক পরিবর্তন ও প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলতে এবং এটিকে আরও নাগরিক বান্ধব করে তুলতে এই সংশোধনী প্রয়োজন। এই বিষয়ে রাজ্য সরকার, জনসাধারণ এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে আলোচনা করা হয়েছে।”

central government bring new act

অবশ্য এই বিষয়ে কংগ্রেস সাংসদ মনীশ তিওয়ারি বিলটি উত্থাপনের বিরোধিতা করে বলেছিলেন, এটি গোপনীয়তা এবং ক্ষমতার পৃথকীকরণের অধিকার লঙ্ঘন করে । ভারতের বর্তমান পরিস্থিতির কথা ভেবেই এই বিলের প্রসঙ্গ টানা হয়েছে। কিন্তু যেহেতু বাদল অধিবেশনে একের পর এক বিল নিয়ে কথাকথি হচ্ছে তো এই ক্ষেত্রে বিলটি কবে পাশ হবে সেই নিয়েও একটা অনিশ্চয়তা রয়েছে।

 central government bring new act

আরো পড়ুনঃ আগস্ট মাস থেকেই কি নতুন নিয়ম ! এলপিজি টু আইটিআর ফাইলসহ একাধিক খাতে আসছে বিরাট পরিবর্তন…

কেন্দ্রীয় সরকার (Central Government) এমনিতেই এখন মণিপুর ইস্যু নিয়ে টাল মাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। ভারত যেভাবে এই ইস্যু নিয়ে অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে, তা দেখে বোঝাই যাচ্ছে যদি এই বিষয় নিয়ে হাল না বের করা হয় তাহলে সমস্যা আরো বাড়বে। বিগত কয়েক দশকে ঘটে যাওয়া একাধিক ঘটনার মধ্যে মণিপুরের ঘটনা নৃশংসতার ছাপ ফেলে গিয়েছে।  অন্যদিকে ২০২৪ এ নির্বাচনও রয়েছে সব মিলিয়ে ভারত সরকার একটা অত্যন্ত জটিল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে।