ম্যাডাম বা মিস নয়, এই নামেই ধনকুবের নীতা আম্বানীকে ডাকেন তাঁর বাড়ির কর্মচারীরা…

বর্তমানে ভারতের (India) অন্যতম ব্যবসায়ীদের মধ্যে  একজন অন্যতম ব্যাক্তি হলেন মুকেশ আম্বানি, তবে তাঁর অর্ধাঙ্গিনী নিতা আম্বানী (Nita Ambani) তিনিও কম যাননা । প্রায় প্রতিদিনই নতুন কিছুর কারণে তিনি সংবাদ শিরোনামে থাকেন।  সম্প্রতি নিতা আম্বানী কালচারাল সেন্টার খুলেছেন এই দম্পতি যেখানে উপস্থিত হয়েছিল বিশ্বের তাবড় তাবড় সেলেবরা। সেই কালচারাল সেন্টারও এখন ভারতের গর্ব। এই কালচারাল সেন্টার বিদেশের কোনো মিউজিয়াম বা স্টেডিয়াম অপেক্ষা কম কিছু নেই।

আরো পড়ুনঃ ডাক্তার দেখাতে এসে ৫০০ টাকার জাল নোট দিয়ে গেলেন রোগী! ভাইরাল পোস্ট করা মজার স্মৃতি

নামি দামী পেন্টিং থেকে শুরু করে দারুন আর্কিটেকচার রয়েছে এই কালচারাল সেন্টারে। এছাড়াও সংগ্রহ করে রাখা হয়েছে বলিউডের বেশ কিছু জনপ্রিয় তারকাদের পোশাকও। সম্প্রতি এই সেন্টারের উদ্বোধনে উপস্থিত ছিলো গোটা বলিউড। এছারাও হলিউড থেকেও এসেছিলেন একাধিক জনপ্রিয় তারকা। তাঁদের মধ্যে গিগি হাদিদ, টম হল্যান্ড, জেন্ডায়া আরো অনেকেই ছিলেন। তবে আপনি কি জানেন বাস্তবে এই ধনকুবেরের স্ত্রী তিনি কেমন মানুষ? আসুন এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক বেশ কিছু অজানা তথ্য।

unknown facts of Nita Ambani

মুকেশ আম্বানির পত্নী তাঁর বয়স ৫৯ হলেও তাঁকে দেখে বোঝার জো নেই তিনি আসলে এতো বয়স্কা। নিজেকে সব সময় মেনটেইন করে তিনি। খাওয়া দাওয়া থেকে শরীরচর্চা সব কিছুতেই তিনি সচেতনতা অবলম্বন করেন। বলিউডের সেলেবদের পাশাপাশি তাঁকে নিয়েও নেটিজেনদের আগ্রহ কিছু কম নয়। তিনি কি করেন, কোথায় যান সবকিছু নিয়েই নেটিজেনরা আগ্রহে থাকেন। তবে আপনি কি জানেন বাড়িতে তাঁর কর্মচারীরা কিনামে সম্বোধন করে?

আরো পড়ুনঃসোশ্যাল মিডিয়া সংবেদনশীল পোস্ট নুসরাতের! পালটা বিয়ের প্রস্তাব দিলেন এক যুবক ভক্ত, অবাক নেটপাড়া…

unknown facts of Nita Ambani

এক সাক্ষাৎকারে নীতা আম্বানি (Nita Ambani) নিজেই জানান,  ম্যাডাম বা মিসেস নয় বরং তাঁকে বৌদি বলেই সম্বোধন করেন তাঁর বাড়ির কর্মচারীরা। আর এই বিষয়টি প্রকাশ্যে আসতে ভারতীয়দের অনেকেই সত্যি বলে মেনে নিতে পারছেন না। কারণ এতো খ্যাতি, নাম, যশ থাকার পরও তিনি এতোটা সাধারণ ভাবে থাকার চেষ্টা করেন কি করে? তাই এই বিষয়টি নিঃসন্দেহে আপামর দেশবাসীর কাছে অবাক হওয়ার মতন ঘটনা। তিনি বিয়ের পরথেকেই এই সংসারের প্রতি সুন্দরভাবে দায়িত্ব পালন করেছেন।