দারুণ ব্যাটারি, বিশেষ ফিচার! আসছে বাজাজের নতুন ইলেকট্রিক বাইক, জানুন থাকছে কি কি সুবিধা…

বাজাজ (Bajaj) বাইক বিশ্বের অন্যতম সেরা বাইক। বর্তমানে যাতায়াতের সবথেকে গ্রহণযোগ্য মাধ্যম হিসেবে আমরা বাইক (bike) ই ব্যবহার করি। কারণ খুবই বেসিক দামেই এই যান আমরা পেয়ে থাকি। এমনকি পার্ক করার জন্য খুব একটি বেশী জায়গারও দরকার পড়ে না। খুব সহজেই অল্প দূরত্বে যাতায়াতের পাশাপাশি বেশী দূরত্বও কভার করতে পারে। তাই দিনে দিনে বাড়ছে বাইকের চাহিদা।

আরো পড়ুনঃ বাবা একজন অতি জনপ্রিয় মন্ত্রী এবং রাজপরিবারের উত্তরাধিকারী হওয়া সত্ত্বেও নিজের পরিচয় গড়তে ব্যবসা করছেন এই তরুণ! দেখুন তো চেনেন কিনা…

বাজারে এখন নিত্য নতুন নানা বাজেটের বাইক আসছে তবে এর মধ্যে পালসার ইলেকট্রিক বাইকটি অন্যতম। এটির ফিচার, ব্যাটারি, রেঞ্জ, দাম সবকিছুই আকর্ষণীয় হতে চলেছে। শুধু তাই নয়, এই বাইকটিতে আপনি আশ্চর্যজনক রেঞ্জও পাবেন।  শুধু দেখা বা দামের দিক দিয়ে নয়, এই বাইকটি নিরাপত্তার দিক দিয়েও ভরসাযোগ্য। তাহলে আসুন জেনে নেওয়া যাক এই বিশেষ বাইক এর দাম এবং বৈশিষ্ট্য গুলি।

Bajaj new bike

বর্তমানে কম বয়সী যুবকদের পাশাপাশি অনেক বয়স্ক ব্যাক্তিরাও বাইক চালান। কাজের জন্য হোক বা কোথাও যেতে হোক নিজের দরকারে সবসময় বাইক এর উপযোগীতা তো আছেই। তবে বাজাজ (Bajaj) পালসারে থাকতে চলেছে অনেক সুবিধা। যেমন,  ডিজিটাল ওডোমিটার, রাইডিং মোড, ডিজিটাল ট্রিপ মিটার, ডিজিটাল স্পিডোমিটার, মোবাইল কানেক্টিভিটি, ব্লুটুথ ওয়াই-ফাই, ফাস্ট চার্জিং,  কম্বি ব্রেকিং সিস্টেম এবং নেভিগেশনের একাধিক সুবিধা পাবেন।

Bajaj new bike

 

আরো পড়ুনঃ গভীর নিম্নচাপ! হাওড়া, কলকাতাসহ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েকদিনে ভারি বৃষ্টির সম্ভাবনা…

এই বাইককে যদি ফাস্ট চার্জার এর মাধ্যমে চার্জ দেওয়া হয় তাহলে সময় লাগবে মাত্র ২ ঘন্টা। অন্যদিকে  যদি একটি সাধারণ চার্জার দিয়ে এই ব্যাটারিটি সম্পূর্ণরূপে চার্জ করা হয় তবে এটির সময় লাগবে পাঁচ ঘন্টা।  এছাড়াও এই বাইকের সাথে মিলবে ১৫০ কিলোমিটার রেঞ্জ।  এটি দুটি ভেরিয়েন্টে পাওয়া যেতে পারে। এই বাইকে একটি ১০,০০০ ওয়াটের মোটর এবং ৫ কিলোওয়াট ঘন্টা ক্ষমতার একটি ব্যাটারি দেওয়া হয়েছে।  বাজারে এই বাইকের দাম হতে পারে ১,৩০,০০০ টাকা এবং অন্যটির দাম হতে পারে ১,৫০,০০০ টাকা। তবে মনে করা হচ্ছে এই বাইকের ফলে যাতায়াত ক্ষেত্রে আরো সুবিধা মিলতে চলেছে।