আগস্ট মাস থেকেই কি নতুন নিয়ম ! এলপিজি টু আইটিআর ফাইলসহ একাধিক খাতে আসছে বিরাট পরিবর্তন…

আগস্ট (August) মাসের শুরুতেই আর্থিক দিক থেকে বিভিন্ন ক্ষেত্রে বদল আসতে পারে বলে মনে করা হচ্ছে। তাই ভারতীয় (India) জনগনকে বেশ কয়েকটি বিষয়কে সচেতন হতে হবে। কারণ পরিবর্তনগুলো দৈনন্দিন জীবন এবং সামগ্রিক অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। এবার আসা যাক ঠিক কোন কোন দিকে এই পরিবর্তন আসতে পারে? এলপিজি থেকে রিয়েল এস্টেট, এমএসইএমই থেকে অ্যাক্সিস ব্যাঙ্ক-এর ক্রেডিট কার্ডের নিয়ম এবং বিলম্বিত আইটিআর ফাইলে বদল। তাই বিষয়গুলি জানার পাশাপাশি এখন থেকেই আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে।

আরো পড়ুনঃ বলিউডে কেটেছে ২০ বছর! তবুও সুখে দুঃখে পাশে পেয়েছেন এই ব্যাক্তিকেই, ইন্সটা পোস্টে এমনটাই জানালেন ক্যাটরিনা

from August lpg to axis bank will change rules

এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধিঃ আর্থিক মন্দার বাজারে প্রায় মাঝেসাঝেই বাড়ে এলপিজি সিলিন্ডারের দাম। এক্ষেত্রে জানা যাচ্ছে সামনের মাসেও এমনই কিছু পরিবর্তন আসবে এলপিজি সিলিন্ডারের দামে।

রিয়েল এস্টেটঃ এলপিজি সিলিন্ডারের পাশাপাশি রিয়েল এস্টেট সেক্টরে প্রভাব পড়তে পারে।  কারণ আর্থিক টালমাটাল পরিস্থিতিতে এই খাতেও অনেক বদল আসে। তাই ইনভেস্ট করার আগে ভালো করে জেনে নেওয়া আবশ্যক।

from August lpg to axis bank will change rules

এমএসইএমই সমর্থনঃ ব্যাবসার ক্ষেত্রে ভারতীয় সরকার এমএসইএমইকে সমর্থন করতে ও আর্থিক উন্নয়নের জন্য নতুন উদ্যোগ শুরু করতে পারে। যার ফলে ভর্তুকি, ঋণ এবং কর সুবিধার অ্যাক্সেস বৃদ্ধির সুবিধা পাওয়া যেতে পারে।

অ্যাক্সিস ব্যাঙ্ক-এর ক্রেডিট কার্ডের নিয়ম বদলঃ অগাস্ট (August) মাস থেকে অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের নিয়মেও বেশ কিছু পরিবর্তন আসছে। বলা হয়েছে  সুদের হার, রিওয়ার্ড প্রোগ্রাম এবং বিভিন্ন ক্রেডিট কার্ড অফারের জন্য বার্ষিক চার্জ সংশোধন হতে পারে।  এই পরিবর্তন ক্রেডিট কার্ডের ব্যবহার ও খরচকে প্রভাবিত করতে পারে।

আরো পড়ুনঃ আরো একবার গাড়ি বাজার কাপাতে আসছে টাটা ন্যানো! ইলেকট্রিক পাওয়ার স্টিয়ারি, সেন্ট্রাল লকিংসহ রয়েছে একাধিক ফিচার

বিলম্বিত আইটিআর ফাইলের সুযোগঃ এক্ষেত্রে আইটিআর ফাইলেও কিছু বদল আসতে চলেছে। যে সকল কর দাতা ৩১ শে জুলাইয়ের মধ্যে আইটিআর রিটার্ন  জমা দিতে পারবেন না, তাঁদের জন্য  বিলম্বিত আইটিআর ফাইল করার সুযোগ রয়েছে। বিলম্বিত আইটিআর ফাইলিংয়ের উইন্ডো ১ অগাস্ট থেকে ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত খোলা থাকবে। তাই যারা এখনো এই কাজ করতে পারেন নি তাঁরা আরো কিছুটা সময় পাবে।