মেডিকেল টু ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচারালিস্ট টু ইকোনমিস্ট! জানুন ভারতের কয়েকজন সেরা মুখ্যমন্ত্রীর এডুকেশানাল কোয়ালিফিকেশন

শিক্ষাগত যোগ্যতা নিয়ে অনেকেই ভারতের (India) নেতামন্ত্রীদের নামে ভুয়ো তথ্য প্রকাশ করেন। কিন্তু আমাদের দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ( Chief Minister) দের সঠিক একাডেমিক যোগ্যতা নিয়ে অনেকেরই সম্যক জ্ঞ্যান নেই। এনাদের মধ্যে অনেকেই আছেন যারা ছোট থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন। রাজনীতিতে না এলে এনারা হয়তো আজ কোনো বড় সংস্থায় কাজ করতেন বা কেউ হয়তো নিজের ব্যক্তিগত সংস্থা খুলতেন। তবে চলুন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে ভারতের বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী ( Chief Minister) র শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জেনে নেওয়া যাক।
অরবিন্দ কেজরিয়ালঃ রাজনীতিতে এক জন অতি সুপরিচিত মানুষ অরবিন্দ কেজরিবাল। তিনি পড়াশোনায় দারুণ মেধাবী ছিলেন। এছাড়াও খড়গপুর আইআইটির এই প্রাক্তন ছাত্র রাজনীতিতে আসার আগে ভারতীয় রেভিনিউ সারভিস অফিসার ছিলেন।
মমতা ব্যানার্জীঃ পশ্চিমবঙ্গে মাননীয়া মুখ্যমন্ত্রীও বিএ পাশ করার পাশাপাশি এমএ কমপ্লিট করেছেন। পরে বিএড করে তিনি এলএলবিও করেছেন।
দেবেন্দ্র ফড়নবীশঃ শিক্ষাগত দিক থেকে এই নেতাও কিছু কম যাননা। এলএলবি তে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা, বিসনেস ম্যানেজমেন্ট, বার্লিন ডিএসইর প্রোজেক্ট ম্যানেজমেন্ট ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।

রমেন সিংঃ ড. রমেন সিং সিএম এর পাশাপাশি তিনি এক জন একজন আয়ুর্বেদিক ডাক্তার।
শিবরাজ সিং চৌহানঃ রাজনীতিতে আসার আগে শিবরাজ সিং একজন দক্ষ এগ্রিকালচারালিস্ট-এ স্বর্ণপদক পেয়েছিলেন। তবে এখন তিনি শুধু রাজনীতিতেই জড়িত।
নীতিশ কুমার : নীতিশ কুমার রাজনীতিতে একজন অতি সক্রিয় ব্যাক্তি তিনিও কিন্তু পড়াশোনায় কম ভালো ছিলেন না। রাজনীতিতে আসার আগে তিনি ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন। এরপর রাজনীতিতে যোগ দিতেই তিনি অনেক জনপ্রিয়তা পান।
মুকুল সাংমা: মেঘালয়ের সিএম মুকুল সাংমা তিনিও এমবিবিএস পাশ করেছেন। যদিও তিনি এখন রাজনীতিতে আছেন, এর আগে তিনি একজন স্বাস্থ্য আধিকারিকই ছিলেন।
বসুন্ধরা রাজ :- রাজস্থানের সিএম বসুন্ধরা রাজ তিনিও পড়াশোনায় মেধাবী ছিলেন। ইকনোমিক্স ও পলিটিক্যাল সায়েন্সে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর তিনি রাজনীতির ময়দানে আসেন।