ট্রেন থেকে উধাও নববধু! কিষাণগঞ্জ রেলষ্টেশনের ঘটনায় পুলিশি তৎপরতায় চলছে তুমুল তল্লাশি, এখনো অধরা অপরাধিরা

কিষাণগঞ্জ (Kishanganj) রেলস্টেশন থেকে নিখোঁজ হলেন এক নববিবাহিতা বধু, এই দম্পতি হানিমুনে দার্জিলিং (Darjeeling) যাচ্ছিলেন আর যাওয়ার পথে ঘটল এই চরম ঘটনা। জানা গিয়েছে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই দম্পতি মুজাফফরপুর থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার জন্য আনন্দ বিহার সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনে ওঠেন। স্বামী স্ত্রী দুজনেই  এসি কোচে যাত্রা করছিলেন, কিন্তু  ট্রেন যখন কিষাণগঞ্জ (Kishanganj) থামে তখনই ঘটে আসল ঘটনা। ওই নব বধু ট্রেনের কোচ থেকে টয়লেটে যান কিন্তু অনেকক্ষন পেরিয়ে যাওয়ার পরেও তিনি নিজের  বার্থে ফেরেন নি। স্বভাবতই এতোটা সময় পেরিয়ে যাওয়ায় ওই নব বধুর স্বামী চিন্তায় ছিলেন। তিনিও গোটা ট্রেন তল্লাশি চালিয়েও নিজের স্ত্রীর খোঁজ পাননি। এরপর তিনি নিজেই রেলের পুলিশের কাছে অভিযোগ জানান।

আরো পড়ুনঃ এসে গেছে নয়া ইলেক্ট্রনিক গাড়ি EC 3! ভারতের বাজারে ব্যাপক জনপ্রিয় হচ্ছে এই নয়া গাড়ি, জানুন বিশেষ বৈশিষ্ট…

এরপর ওই এলাকারই সরকারি রেলস্টেশনে স্ত্রী কাজল কুমারীর নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করা হয়।  এমনকি ওই এলাকায় সিসিটিভি ফুটেজ ছিলো সেগুলিও খতিয়ে দেখা হয়েছে কিন্তু ওই মহিলার কোনো খোঁজ মেলেনি। অবশ্য পুলিশ সূত্রে জানানো হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব ওই মহিলাকে খুঁজে বার করা হবে।
newly wedded bride went missing
এই গোটা ঘটনায় ওই নব বধুর স্বামী খুবই চিন্তিত। তিনি জানিয়েছেন তাঁর স্ত্রীর সাথে কোন বিষয়ে মত বিরোধ ছিল না বা তাঁর স্ত্রীর অন্য কারো সাথে প্রেম প্রনয়েও জড়িত নন। তাঁর আশঙ্কা সম্ভবত কেউ ওনাকে অপহরণ করেছে। তাই পুলিশের কাছে আর্জি জানিয়ে বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব যেন ওই নব বধুকে খুঁজে বের করা হয়।
newly wedded bride went missing
অন্যদিকে স্থানীয় সূত্রে খবর, মুজাফফরপুরের কুধানি থানা এলাকার বাসিন্দা প্রিন্স কুমার বিদ্যুৎ বিভাগের কর্মী। প্রিন্স কুমার গত ফেব্রুয়ারিতেই মধুবনী জেলার জয়নগরের বাসিন্দা কাজলের সঙ্গে বিয়ে করেছিলেন। তবে বেশ কয়েকমাস কেটে গেলেও তাঁরা হানিমুনে যেতে পারেননি। কিন্তু  বিয়ের ছয়মাস পর, তিনি নিজের স্ত্রী কাজলকে নিয়ে এই ২৮ শে জুলাই মুজাফফরপুর স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার ট্রেন ধরে হানিমুন যাচ্ছিলেন। সেখানেই ঘটে এই চরম ঘটনা।