গাড়ি ক্রেতাদের জন্য দারুণ সুখবর! ওনাম উপলক্ষে টাটা মোটরস দিচ্ছে বিশেষ ছাড়

ওনাম (Onam) উপলক্ষে গাড়ি কেনার ক্ষেত্রে আকর্ষণীয় অফারের ঘোষণা দিয়েছে টাটা মোটরস (Tata Motors)। ইতিমধ্যেই তারা জনিয়েছে যে এই বিশেষ উৎসব উপলক্ষে কেরালার গ্রাহকদের ডিসকাউন্ট সহ অনেক অফার দেওয়া হবে।  শুধুমাত্র ইঞ্জিনচালিত গাড়িই নয় বৈদ্যুতিক গাড়িতে ছাড় দেওয়া হবে। এর পাশাপাশি অগ্রাধিকার ডেলিভারি, স্ক্র্যাচ কার্ড, উপহার, বাই নাউ এবং পে লেটারের মতো অফার সহ বেশ কিছু অফার দেওয়া হচ্ছে। এবার আসুন জেনে নি কোন গাড়িতে কত টাকার অফার দেওয়া হচ্ছে?

আরো পড়ুনঃ আইফোনের জন্য ৮ মাসের শিশুকে বিক্রি! ফের আরো একবার অমানবিক ঘটনার সাক্ষী হয়ে রইল পশ্চিমবঙ্গ

টাটা মোটরস (Tata Motors) র গাড়ি কিনলে ২৪,০০০ টাকা থেকে ৮০,০০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। টিগোর ইভিতে ৮০,০০০ টাকা, পাঞ্চে ২৫,০০০ টাকা, নেক্সন ডিজেলের উপর ৩৫,০০০টাকা, অল্ট্রোজে ৪০,০০০ টাকা,  নেক্সন পেট্রোলে ২৪,০০০ টাকা,  নেক্সন ইভি প্রাইমে ৫৬,০০০ টাকা, টাটা সাফারি এবং হ্যারিয়ারে ৭০,০০০ টাকা অবধি ছাড় দেওয়া হবে।

tata motors has announced attractive offers

বলা যেতে পারে উৎসব উপলক্ষে একেবারে লক্ষ্মী লাভ হতে চলেছে কেরালাবাসীদের। গাড়ীতে এই বিপুল ছাড় দেওয়ার ফলে যে আপামর জনগনও গাড়ি কিনবে এটিও বোঝা যাচ্ছে। শুধু তাই নয় গত দুই বছরের তুলনায় এখন গাড়ির চাহিদা অনেকটাই বেড়ে গিয়েছে। তাই সেই কথা মাথায় রেখে নতুন নতুন মডেলও বাজারে আনা হচ্ছে।   প্রসঙ্গত, সধারন গাড়ির পাশাপাশি বাজারে এখন ইলেকট্রিক গাড়ির চাহিদা অনেকটাই বেড়েছে। তরুণদের পাশাপাশি বয়স্কদের মধ্যেও অনেকেই এই বাইক কেনার তালিকায় রয়েছেন। সে কথা মাথায় রেখেই সম্প্রতি টাটা ন্যানো  নতুন এডিশন আনছে।

tata motors has announced offers

আরো পড়ুনঃ দারুণ ব্যাটারি, বিশেষ ফিচার! আসছে বাজাজের নতুন ইলেকট্রিক বাইক, জানুন থাকছে কি কি সুবিধা…

অর্থাৎ ইলেকট্রিক গাড়িটি যে প্রত্যেকেরই পছন্দ হবে সেআর নতুন করে বলার অপেক্ষা রাখেনা।গাড়িটিতে ইলেকট্রিক পাওয়ার স্টিয়ারিং, ফ্রন্ট পাওয়ার উইন্ডোজ, এয়ার কন্ডিশনার,  রিমোট কন্ট্রোল সেন্ট্রাল লকিং, টুয়েলভ ভি পাওয়ার সকেট, ব্লুটুথ, AUX-in এর মতো অনেক ফিচার পাওয়া যাবে। তবে মনে করা হচ্ছে আরো বেশ কিছু নতুন ফিচার যোগ করা হতে পারে। গাড়িটির মডেলটিও দারুণ দেখতে। সাদা রঙ ছাড়া আরো কয়েকটি রঙ মিলবে। তবে তারজন্য আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে।