এসে গেছে নয়া ইলেক্ট্রনিক গাড়ি EC 3! ভারতের বাজারে ব্যাপক জনপ্রিয় হচ্ছে এই নয়া গাড়ি, জানুন বিশেষ বৈশিষ্ট…

নয়া ইলেক্ট্রনিক গাড়ি ভারতের (India) বাজারে দারুন আধিপত্য বিস্তার করছে, ফরাসি (France) গাড়ি প্রস্তুতকারক প্রথম বৈদ্যুতিক গাড়ি  নিউসিট্রন EC 3 লঞ্চ করেছে। সম্প্রতি এই গাড়ি মার্কেটে আসতেই একটা বড় অঙ্কের ব্যবসা করেছে। সবমিলিয়ে গত মাসেই ভারতে প্রায় ৫৭৬ ইউনিট এই গাড়ি বিক্রি হয়েছে। বলা যায় ভারতীয়দের কাছে এই গাড়ি দারনভাবে গ্রহণযোগ্য হয়েছে। ইতিমধ্যেই এই ইলেকট্রনিক গাড়ি কিয়া ইভি , হুন্ডাই কোনা এবং বিওয়াইডিকেও পেছনে ফেলে দিয়েছে। বিক্রির নিরিখে এই গাড়ি এখন অন্যান্য অনেক গাড়ির থেকে এগিয়ে।

আরো পড়ুনঃ মহাভারতের আইকনিক রূপে বাংলার স্বর্ণযুগের তারকা! এআই লুকে নজর কাড়লেন বিশেষ চরিত্রগুলি, দেখুন ছবি…

আসুন জেনে নেওয়া যাক এই নয়া ইলেকট্রনিক গাড়িতে কি কি বিশেষ ফিচার থাকছে।  সেন্ট্রাল লকিং, সিট বেল্ট সতর্কতা, অ্যান্টি-লক বেকিং সিস্টেম,  চাইল্ড সেফটি লক, ড্রাইভার এবং যাত্রীবাহী এয়ারব্যাগ,  গতি সতর্কতা সহ নেভিগেশন এবং ব্লুটুথ সব কিছুই রয়েছে।  এই গাড়িতে ৪০ থেকে ৫০ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক পাওয়া যাচ্ছে। এর মাধ্যমে এই গাড়িটি ৫০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দেয়।  এছাড়াও, এখানে একটি ২৯ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে, যার মাধ্যমে এটি ৩২০ কিলোমিটারের একটি রেঞ্জ দিচ্ছে। নিরাপত্তার দিক থেকে এই ফরাসি (France) কোম্পানীর গাড়ি যথেষ্ট ভালো। ভারতে এই গাড়ির  দাম ১১.৫০ লক্ষ টাকা থেকে শুরু করেপ্রায় ১২.৫০ লক্ষ টাকা।

new electronic cars of France

প্রসঙ্গত, সম্প্রতি টাটা ন্যানো  নতুন এডিশন আনছে। অর্থাৎ ইলেকট্রিক গাড়িটি যে প্রত্যেকেরই পছন্দ হবে সেআর নতুন করে বলার অপেক্ষা রাখেনা।গাড়িটিতে ইলেকট্রিক পাওয়ার স্টিয়ারিং, ফ্রন্ট পাওয়ার উইন্ডোজ, এয়ার কন্ডিশনার,  রিমোট কন্ট্রোল সেন্ট্রাল লকিং, টুয়েলভ ভি পাওয়ার সকেট, ব্লুটুথ, AUX-in এর মতো অনেক ফিচার পাওয়া যাবে।

new electronic cars of France

আরো পড়ুনঃ দারুণ ব্যাটারি, বিশেষ ফিচার! আসছে বাজাজের নতুন ইলেকট্রিক বাইক, জানুন থাকছে কি কি সুবিধা…

তবে মনে করা হচ্ছে আরো বেশ কিছু নতুন ফিচার যোগ করা হতে পারে। গাড়িটির মডেলটিও দারুণ দেখতে। সবমিলিয়ে যত দিন যাচ্ছে ততই বাড়ছে ইলেকট্রনিক গাড়ির চাহিদা। তাই ভারতীয় জনগনের কথা মাথায় রেখেও নিত্য নতুন গাড়ি উতপাদনের পাশাপাশি ইলেক্ট্রনিক গাড়ির প্রস্তুতিও বাড়ছে। তবে মনে করাহচ্ছে আগামী দিনে এই গাড়ির বিক্রি আরো বাড়বে।