ফের দক্ষিণের ছবিতে অভিনয় করছেন সঞ্জয় দত্ত! প্রকাশ্যে এলো তাঁর নতুন লুক, দেখুন ছবি…

বলিউড (Bollywood) তারকাদের মধ্যে একজন অন্যতম সুদক্ষ অভিনেতা হলেন সঞ্জয় দত্ত (Sanjay Dutt), বিগত কয়েক বছরে তিনি একাধিক হিট ছবির মাধ্যমে আমাদের মন জিতে এসেছেন। আজ এতো বছর পরেও তিনি কিন্তু বিগ স্ক্রিনে সমান জনপ্রিয়। এতো বড় বড় অভিনেতাদের মাঝেও কিন্তু নিজের চমক হারিয়ে যেতে দেননি সঞ্জু ভাই। কিছু বছর আগেই তাঁর নিজের জীবনের নানা ঘটনাকে কেন্দ্র করে “সঞ্জু” বায়োপিক মুক্তি পেয়েছিলো। যেখানে তাঁর চরিত্রে অভিনয় করেছিলেন রনবীর কাপুর।
আরো পড়ুনঃ আইফোনের জন্য ৮ মাসের শিশুকে বিক্রি! ফের আরো একবার অমানবিক ঘটনার সাক্ষী হয়ে রইল পশ্চিমবঙ্গ
এই ছবিটিও দর্শক মহলে বিশেষ প্রশংসা কুড়িয়েছে। এরপরেও তাঁকে বেশ কয়েকটি ছবিতে আমরা দেখেছি, এবার আবারও তিনি বড় পর্দায় ফিরছেন। কেজিএফ ২ এর পর আবারও তাঁকে দক্ষিণের সিনেমায় দেখা যাবে। ছবির নাম ডাবল ইস্মার্ট। ছবিটি পরিচালনা করছেন বিখ্যাত পরিচালক পুরী জগন্নাথ। সম্প্রতি এই ছবির ফার্স্ট লুকও প্রকাশিত হয়েছে। যাদেখে ব্যপক উচ্ছসিত একাধিক সঞ্জু ভক্ত। তাঁদেরমধ্যে অনেকেই চাইছিলেন যে কেজিএফ এর পর আবারো দক্ষিনের ছবিতে অভিনয় করুন সঞ্জু বাবা। আর সেটাই সত্যি হতে চলেছে খুব জলদি।
সোশ্যাল মিডিয়ায় নিজেই এই ছবির একটা পোস্টার দিয়েছেন সঞ্জু বাবা। পোস্টারটি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন যে প্রবীণ পরিচালক পুরী জগন্নাথ এবং তরুণ উদ্যমী উস্তাদ রাম পোথিনেনির সাথে কাজ করা তাঁর জন্য গর্বের বিষয়। এই ছবিতে একেবারে ড্যাশিং লুকে ধরা দিয়েছেন মুন্নাভাই অভিনীতি সঞ্জু। ছবিতে দেখা যাচ্ছে একটি কালো স্যুট পরা, চুরুট জ্বালাচ্ছে, হাতে ঘড়ি আর আঙুলে আংটি রয়েছে। তবে ছবির ট্রেলার এখনো মুক্তি পায়নি।
জানা গিয়েছে এই ছবিতে তাঁকে বিগ বুলের চরিত্রে দেখা যাবে। অবশ্য তাঁর বিপরীতে আর কোন কোন অভিনেতা বা অভিনেত্রী থাকবেন এটিও একটি বড় চমক। সঞ্জয় দত্ত (Sanjay Dutt) র এই নতুন ছবি ইতিমধ্যেই নেটিজেনদের মধ্যে উন্মাদনা সৃষ্টি করেছে। কারণ ব্যাক টু ব্যাক ছবিতে কাজ করছেন মুন্নাভাই। আজ এতো বছর পরেও তাঁর জৌলুস এতটুকুও ফিকে হয়নি, এটিই ভক্তদের বড় পাওনা।