মহাভারতের আইকনিক রূপে বাংলার স্বর্ণযুগের তারকা! এআই লুকে নজর কাড়লেন বিশেষ চরিত্রগুলি, দেখুন ছবি…

বর্তমানে এআই (AI) প্রযুক্তিকে কাজে লাগিয়ে সোশ্যাল মিডিয়ায় ( Social Media ) নানা ছবি ভাইরাল হচ্ছে। কখনো “আদিপুরুষ” তো কখনো “বার্বি” এই দুই সিনেমার ভাবনাকে কাজে লাগিয়ে একাধিক তারকাকে স্বপ্নের চরিত্রে কল্পনা করা হয়েছে। আর এবার কিনা ভারতের মহাগাথা মহাভারতের চরিত্রে দেখা গেলো টলিউডের সেকালের জনপ্রিয় তারকাদের। বিখ্যাত চিত্র পরিচালক অনিকেত মিত্র সম্প্রতি এই এআই (AI) প্রযুক্তিকে কাজে লাগিয়ে বানিয়ে ফেলেছেন মহাভারতের কিছু আইকনিক চরিত্রদের।

আরো পড়ুনঃ আইফোনের জন্য ৮ মাসের শিশুকে বিক্রি! ফের আরো একবার অমানবিক ঘটনার সাক্ষী হয়ে রইল পশ্চিমবঙ্গ

যেখানে  শ্রীকৃষ্ণের রূপে দেখা গিয়েছে শুভেন্দু চট্টোপাধ্যায়কে, মহানায়ক উত্তম কুমারকে দেখা গিয়েছে অর্জুন রূপে। পাশাপাশি ছবি বিশ্বাসকে দেখা গিয়েছে ভীষ্ম রূপে।  দূর্যোধন হিসেবে কল্পনা করা হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়কে। ঠিক প্রাক্কালের এই জনপ্রিয় অভিনেতাদের পাশাপাশি জনপ্রিয় অভিনেত্রীদেরও মহাভারতের চরিত্রে দেখা গিয়েছে। মহানায়িকা সুচিত্রা সেনকে কল্পনা করা হয়েছে পাঞ্চালী অর্থাৎ দ্রৌপদী রূপে। ঠিক তেমনই শরমিলা ঠাকুরকে গঙ্গা রূপে এবং সুপ্রিয়া দেবীকে সত্যবতী রূপে কল্পনা করা হয়েছে।

the star of bengals golden age in ai look

এছাড়াও বাংলা ছবির অত্যন্ত জনপ্রিয় অভিনেতা বিকাশ রায়কে যুধিষ্ঠির হিসেবে কল্পনা করা হয়েছে। এছাড়াও কর্ণের চরিত্রে শমিত ভঞ্জ এবং ধৃতিমান চট্টোপাধ্যায়কে অভিমন্যূর চরিত্রে কল্পনা করা হয়েছে। সোশ্যাল মিডিয়্যায় এই ছবি আসতেই বাংলার একাধিক মানুষ এই ছবি গুলি দারুণ পছন্দ করেছেন। আবার অন্যদিকে অনেকেই বলছেন এই চরিত্রগুলি সব ক্ষেত্রে মিল খাচ্ছে না। যদি বাস্তবে সত্যি মহাভারত করা হতো তাহলে এই চরিত্রগুলিকে আরো ভাবনা চিন্তা করে কাস্টিং করা হতো। তবে কৃত্তিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এই ছবিগুলি বানাতে বেশ কর্মদক্ষতা দেখিয়েছেন এই শিল্পী।

the star of bengals golden age in ai look

আরো পড়ুনঃ ডাক্তার দেখাতে এসে ৫০০ টাকার জাল নোট দিয়ে গেলেন রোগী! ভাইরাল পোস্ট করা মজার স্মৃতি

তিনি এই মহাভারত সিরিজের নাম রেখেছেন ‘ডাইস অফ ডেসটিনি’। এখন সোশ্যাল মিডিয়ায় এই ছবি গুলি বারবার ঘুরপাক খাচ্ছে। কিছুদিন আগেই আদিপুরুষ ছবির আদলেও রামায়ণের বিশেষ ক্যারেক্টারগুলি নিয়ে কৃত্তিম বুদ্ধিমত্তার মাধ্যমে একাধিক বলি তারকাকে দারুণ রূপ দেওয়া হয়েছিলো। সেই ছবিগুলিও নেট পাড়ায় প্রচুর প্রশংসা পেয়েছে। এরপর হলিউড ছবি বার্বি সিনেমাটি থেকেও অনুপ্রানিত হয়ে বলিউড অভিনেত্রীদেরও বার্বি রূপের ছবি ভাইরাল হয়েছে।