অনন্ত, আকাশ অপেক্ষা গভীর স্নেহের টান! ইনিই হলেন মুকেশ আম্বানির আরেক প্রিয় সন্তান …

আলোচনা, সমালোচনা সব মিলিয়েই ভারতের (India) ধনকুবের আম্বানি পরিবার (Ambani Family) সর্বদাই খবরের শিরোনামে থাকেন। আম্বানি পরিবার (Ambani Family) র দুই ভাই অনিল আম্বানি এবং মুকেশ আম্বানি দুজনেই ফ্যামিলি ম্যান। ভারতের যে কোনো অনুষ্ঠানেই তাঁরা স্বপরিবারে উপস্থিত হওয়ার চেষ্টা করেন। তবে দুই ভাইয়ের মধ্যে তেমন একটা মধুর সম্পর্ক নেই একথাটি ঠিক। কিন্তু তাই বলে তাঁদের ছেলে মেয়েদের মধ্যে ভেদাভেদ রাখেন একথা একেবারেই নয়। দুই পরিবারে প্রত্যেকেরই দুই তিন জন ছেলে মেয়ে রয়েছেন। এরমধ্যে মুকেশ আম্বানির তিন ছেলেমেয়ে রয়েছে।
আরো পড়ুনঃ AI -সংবাদ পাঠিকার ট্রেন্ডে যোগ দিল বাংলাদেশ! দেখুন বিশেষ খবর পাঠের মুহূর্ত…
ইশা আম্বানি, অনন্ত আম্বানি এবং আকাশ আম্বানি। অন্যদিকে অনিল আম্বানির পরিবারে তাঁর সন্তানদের মধ্যে সবথেকে বড় হলেন অনশুল আম্বানি। তিনিও তাঁর বাবার মতন একজন ব্যবসায়ী। তবে দুই ভাই অনিল এবং মুকেশের মন কষাকষি থাকলেও অনিলের বড় সন্তানকে খুবই স্নেহ করেন মুকেশ। মুকেশের কাছে অনশুল তাঁর সন্তান সমান, কখনোই নিজের সন্তান অপেক্ষা তাঁকে ছোট চোখে দেখেন নি মুকেশ আম্বানি।
অনশুল ২০১৪ সালে রিলায়েন্স ক্যাপিটালে যোগ দিয়েছিলেন। এরপর ২০১৬ সালের ২৩ আগস্ট তিনি রিলায়েন্স ক্যাপিটালের বোর্ডে অতিরিক্ত পরিচালক হিসেবে যোগ দেওয়ার পর, সেখানে পূর্ণসময়ের নির্বাহী পরিচালক হয়ে ওঠেন। ঠিক তার এক বছরের মাথায় তিনি রিলায়েন্স ক্যাপিটালের নির্বাহী পরিচালক হিসেবে নিযুক্ত হন। সালটা ছিলো ২০১৭ীর সেপ্টেম্বর। খুব স্বল্প সময়ে তিনি নিজের কর্মক্ষেত্রে জনপ্রিয়তা লাভ করেন।
আরো পড়ুনঃPAN Card নিয়ে বড়ো সিদ্ধান্ত সরকারের! কি লাভ পাবেন আমজনতা
১৯৯৬ সালে মহারাষ্ট্রের মুম্বাইয়ে জন্মগ্রহণ করা অনশুল, ছোটো থেকেই পড়াশোনায় দারুণ ছিলো। যুক্তরাজ্যের সেভেন ওকস স্কুল থেকে পড়াশোনা শেষ করার পর তিনি নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা শেষ করেন। এরপরই তিনি কর্মক্ষেত্রে পা রাখার সিদ্ধান্ত নেন। রিলায়েন্স মিউচুয়াল ফান্ডে দুই মাসের ইন্টার্নশিপ করার পর তিনি এই ফিল্ড সম্পর্কে বেশ কিছু সম্যক ধারনা লাভ করেন। সেখান থেকেই তিনি ব্যবসা সম্পর্কিত বেশ কিছু আইডিয়া পেয়ে আস্তে আস্তে কর্মঠ হয়ে ওঠেন। খুব অল্প দিনেই তিনি সাফল্য পাওয়ার পর নিজের বাবা মা এবং জেঠু জেঠিকে গর্বিত করেছিলেন।