AI -সংবাদ পাঠিকার ট্রেন্ডে যোগ দিল বাংলাদেশ! দেখুন বিশেষ খবর পাঠের মুহূর্ত…

কিছুদিন আগেই ওড়িশা (Odisha) র একটি সংবাদ মাধ্যম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial intelligence ) কে কাজে লাগিয়ে সংবাদ পরিবেশন করেছিলো। এরপর ফের আরো একবার এই বিশেষ সংবাদ পাঠের সাক্ষী হয়ে রইল বাংলাদেশের মানুষ। এদিন বাংলাদেশের ‘চ্যানেল ২৪’ নামে ওই টেলিভিশনে সন্ধ্যা ৭টার বুলেটিনে কৃত্রিম বুদ্ধিমত্তাকে দিয়ে সংবাদ পাঠ করানো হয়। যেই ভিডিওটি ইতিমধ্যেই ব্যাপক ভাইরাল হয়েছে। এদিন কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে প্রথমবার সংবাদ পরিবেশন করে ‘অপরাজিতা’।

আরো পড়ুনঃ চন্দ্রযান ৩ অভিযানে টাটা গ্রুপের রয়েছে বড় ভূমিকা, টুইটারের বিশেষ পোস্টে আবেগে ভাসলো ভারতবাসীরা…

ওই সময় টেলিভিশনের স্ক্রিনের উপরেও ‘অপরাজিতা’-র পরিচয় হিসাবে লেখা হয় ‘এআই প্রেজেন্টার’।  সেই সংবাদ দেখে একেবারেই মনে হয়নি পুরো বিষয়টাই নকল। সাজ পোশাক কথা বলার ধরণ দেখে বারবার মনে হয়েছে ইনিই আসল সংবাদ পাঠিকা।  বর্তমানে বেশ কয়েক মাস ধরেই এই বিষয় নিয়ে নানা আলোচনা হচ্ছে। কৃত্তিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এখন অনেকেই নানা কাজ করছেন। তবে সংবাদ পাঠের বিষয়টি এই সবার প্রথম নজরে এলো। যদিও বাংলাদেশ এবং ভারতের ওড়িশা ছাড়াও আরো অনেক জায়গায় এইভাবে সংবাদ পাঠ করার বিষয় জানা যাচ্ছে।

AI news anchor

এই বিষয়ে চ্যানেল টোয়েন্টিফোরের  নিউজ এডিটর আবদুল কাইয়ুম তুহিন  জানিয়েছেন, “কৃত্রিম বুদ্ধিমত্তার অনেক ধরনের ইতিবাচক সুবিধার বিষয় উঠে এসেছে। তাই আমরাও চাইছি সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তিগত দিক থেকে তাল মিলিয়ে এগিয়ে চলতে। এই লক্ষ্য নিয়েই আমরা এই ভাবে সংবাদ পাঠ করিয়েছি। আশা করছি দেশের ইতিহাসে এক বিল্পব ঘটাবে এআই প্রযুক্তি।”

AI news anchor

আরো পড়ুনঃ আকর্ষণীয় দাম, দুর্দান্ত লুক! ভারতে তরতরিয়ে বাড়ছে এই পাঁচ এসইউভির চাহিদা…

তবে এই কৃত্তিম বুদ্ধিমত্তার বিষয়টি কাজে লাগিয়ে যেভাবে নানা পেশাকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তাতে ভবিষ্যতে অনেক মানুষই সমস্যার সম্মুখীন হবেন।  আধুনিক পদ্ধতিতে কাজ করা সহজ হলেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial intelligence ) মানুষের জন্য ভবিষ্যতে আরো সমস্যা তৈরি করবে বলে মনে করছেন সমাজের বহু মানুষ।