PAN Card নিয়ে বড়ো সিদ্ধান্ত সরকারের! কি লাভ পাবেন আমজনতা
PAN Card নিয়ে বড়ো সিদ্ধান্ত সরকারের

বর্তমান সময়ে প্রত্যেক ভারতীয়র জন্য প্যান কার্ড (Pan Card) খুবই গুরুত্বপূর্ণ একটি নথি হয়ে দাঁড়িয়েছে। এই নথি ছাড়া সমস্ত প্রকার ব্যাংকের আর্থিক লেনদেন বন্ধ থাকবে। তবে শুধু প্যান কার্ড থাকলেই হবে না। থাকতে হবে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক। আর এ নিয়ে আরো এক নতুন নিয়ম জারি করলো কেন্দ্র সরকার। চলুন বিস্তারিত জেনে নিন।
সকলেই জানেন প্যান কার্ড ও আঁধার কার্ডের মধ্যে লিঙ্ক (Pan Card-Aadhaar Card Link) করার শেষ সময় ছিল ৩০সে জুন। এমনটাই নির্দেশ জারি করেছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু এখনো এমন অনেক মানুষ রয়েছেন যারা প্যান কার্ড ও আঁধার কার্ডের মধ্যে লিঙ্ক করেননি। বর্তমানে প্যান কার্ড সকল ভারতীয়র কাছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ নথি। আর এই নথির সঙ্গে আধার কার্ডের লিঙ্ক না করিয়ে অনেকেই নানা সমস্যায় পড়ছেন।
সকলেই জানেন, লিংকের সময় সীমা পার হওয়ার পর কেও লিঙ্ক করতে চাইলে তাঁকে গুনতে হতো ১০ হাজার টাকা। এর পূর্বে যাঁদের লিঙ্ক ছিল না তাদের ১০০০ টাকা দিয়ে লিঙ্ক করতে হয়েছে। তবে সামনেই লোকসভা ভোট। এদিকে দেশের মানুষের আর্থিক অবস্থাও খুব ভালো না। এই দুটো কথা মাথায় রেখে ১০ হাজার টাকার জরিমানা প্রত্যাহার করার সিন্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।
তবে লিঙ্ক না করালে প্যান কার্ড কিন্তু নিষ্ক্রিয় হয়ে যাবে। আর এটি ছাড়া কোনো প্রকার ব্যাংকে ১ টাকাও লেনদেন করতে পারবেন না। জেনে নিন লিঙ্ক না থাকলে কি কি সমস্যায় পড়তে হবে আপনাকে। এর ফলে কোন প্রকারের ব্যাংকিং কাজ করতে পারবেন না। ইনকাম ট্যাক্স (Income Tax) ফাইল করা যাবে না। বিভিন্ন সরকারি প্রকল্পে আবেদন করার ক্ষেত্রেও আপনাদের সমস্যা হবে।