আন্তর্জাতিক স্তরে কাজ পেতে চান? এই সকল দেশে রয়েছে দারুন সুযোগ, জানুন বিশদ তথ্য

বর্তমানে অনেকেই আছেন ভারতে (India) চাকরি করতে চান না, আন্তর্জাতিক (International) স্তরেই কাজ করতে চান। তবে সেক্ষেত্রে বেশ কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে। যদি বাইরেই কাজ করতে হয় তাহলে ভিসা এবং ডিগ্রি এই দুটিই থাকা আবশ্যক। তাই প্রতি দেশেই এই নিয়ম রয়েছে অন্য দেশ থেকে কাজের সূত্রে এলে তাঁদের কাছে একটা ওয়ার্ক পারমিট রাখতে হবে। এই ওয়ার্ক পারমিট  ছাড়া কোনো দেশেই বেশী দিন থাকা সম্ভব নয়। মূলত যারা ঘুড়তে না গিয়ে কাজের জন্যই যান তাঁদের জন্য এটি একান্ত প্রয়োজনীয়। আন্তর্জাতিক (International) স্তরে কাজ করার জন্য বেশ কয়েকটি দেশ খুবই জনপ্রিয়। কিন্তু ঠিক কি কি নথি বা যোগ্যতা লাগতে পারে সেই বিষয়ে অনেকেরই সঠিক ধারণা নেই। তাহলে আসুন জেনে নেওয়া যাক,

আরো পড়ুনঃ গভীর নিম্নচাপ! হাওড়া, কলকাতাসহ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েকদিনে ভারি বৃষ্টির সম্ভাবনা…

অস্ট্রিয়াঃ এই দেশেও কাজের অনেক সুযোগ আছে, তবে অ্যাকাডেমিক স্কোর এর নির্বাচনে কাজ দেওয়া হয়। যদি কেউ অস্ট্রিয়ার শীর্ষ স্তরে তালিকায় প্রথম ১০০ জনের মধ্যে থাকে তবেই সেই নির্বাচিত হবে। অস্ট্রিয়া থাকার জন্য স্থানীয় বসবাসের প্রমাণ, ছবি, বৈধ পাসপোর্ট,  স্বাস্থ্য বীমা এবং শিক্ষাগত যোগ্যতার বৈধ নথি প্রমান রাখতে হবে। এই দেশে কাজের জন্য ছয় মাসের ওয়ার্ক ভিসা দেওয়া হয়।

International job news

আরব আমিরাতঃ এই দেশে কাজের জন্য আবেদনকারীকে প্রযুক্তিগত,  বৈজ্ঞানিক বা মানবিক ক্ষেত্রে একটি উচ্চপদস্থ কর্মী বা ম্যানেজারতুল্য পদে থাকতে হবে। এমনকি দেশের শিক্ষা মন্ত্রণালয় অনুমদিত যে কোনও সেরা ৫০০টি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। এছাড়াও লাগবে ছবি, বৈধ পাসপোর্ট এবং যোগ্যতার শংসাপত্র।

International job news

আরো পড়ুনঃ মাত্র কয়েক হাজার টাকা বিনিয়োগে আজ কয়েক কোটি টাকার ব্যবসা! জানেন কি সুগুনা ফুডসের এই অজানা কাহিনী…

স্পেনঃ কাজের ক্ষেত্রে আরো একটা জায়গা হল স্পেন। এখানে কাজ করার জন্য যদি  স্পেনের কোনো বিশ্ববিদ্যালয় স্তরের ডিগ্রি থাকে তাহলে এই দেশ সেই ব্যাক্তিকে চাকরি বা ব্যবসা করার সুযোগ দেবে অর্থাৎ সেই ব্যাক্তিকে ভিসা দেওয়া হবে। এছাড়াও স্পেনে কাজ করার জন্য  বৈধ পাসপোর্ট, ছবি, স্থানীয় বসবাসের প্রমাণ, EX01 ফর্ম, স্বাস্থ্য বীমা, আপনার যোগ্যতার নথি রাখতে হবে।