মাত্র কয়েক হাজার টাকা বিনিয়োগে আজ কয়েক কোটি টাকার ব্যবসা! জানেন কি সুগুনা ফুডসের এই অজানা কাহিনী…

 পোল্ট্রি ব্যবসায় ভারতের (India) শীর্ষস্থানীয় কোম্পানি সুগুনা ফুডস (Suguna Foods) প্রাইভেট লিমিটেড একটি অত্যন্ত জনপ্রিয় কোম্পানী। তবে আপনি কি জানেন ভারতের এই জনপ্রিয় কোম্পানীর ইতিহাস বা এটি প্রথম কবে শুরু হয়েছিল? তাহলে আসুন জেনে নিই আসল ঘটনা। তামিলনাড়ুর উদুমপ্লেট থেকে দুই ভাই বি. সুন্দররাজন এবং মিস্টার জিবি সুন্দররাজন দু জনে মিলে এই ব্যবসা শুরু করেছিলেন।

আরো পড়ুনঃ বাবা একজন অতি জনপ্রিয় মন্ত্রী এবং রাজপরিবারের উত্তরাধিকারী হওয়া সত্ত্বেও নিজের পরিচয় গড়তে ব্যবসা করছেন এই তরুণ! দেখুন তো চেনেন কিনা…

ছোট থেকে দু জনেই ভালো ছিলেন পড়াশোনায়, এরপর লেখাপড়া শেষে দুজনেই চাষ শুরু করেন। এমনকি এই দুই জনের বাবা মাও পেশায় শিক্ষক ছিলেন। চাষ আবাদের সাথে সাথে এই দু জনই  একটি ছোট মুরগির খামারও শুরু করেন। সালটা ছিল ১৯৮৪, তখন থেকেই এই খামার নিয়ে দুজন খুবই উদ্যোগী হয়ে ব্যবসা করার পরিকল্পনা করেন। কিন্তু বেশ কয়েক দিন যেতেই সামনে আসে আসল সত্য। ওই দু জনই জানতে পারেন যে পোল্ট্রি ফার্ম নিয়ে ব্যবসা করলে দারুণ লাভ করা যেতে পারে। মানে ব্যবসার দিক থেকে লাভ করার সম্ভাবনা আছে। এরপরই ১৯৮৬ সালে এই দুই জন পোল্ট্রি ফর্মে ব্যবহৃত টুল, ফিড ও ওষুধ বিক্রি করতে শুরু করেন।

suguna foods making big business

আর এভাবেই শুরু হল ভারতের এই বৃহৎ কোম্পানী। মাত্র পাঁচ হাজার টাকা বিনিয়োগে একটি পোল্ট্রি ফার্ম শুরু করেছিলেন এউ দুই ব্যাক্তি। কিন্তু দেখতে দেখতে কেটে গিয়েছে ৩৭ বছর, যেখানে ১০,৭৫০ কোটি টাকার একটি কোম্পানী গড়ে উঠলো।  এই কোম্পানীটির  ব্যবসা রয়েছে গোটা ভারতের প্রায় ১৮ টি রাজ্যে। এই কোম্পানীর সঙ্গে যুক্ত হয়ে পোল্ট্রি ব্যবসা করছেন ৪০ হাজার খামারি। এই কোম্পানীর ৭০ টি ফিড মিলও রয়েছে। এ ছাড়া ৭০টির বেশি হ্যাচারি পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।

suguna foods making big business

 

আরো পড়ুনঃ কুমিরের ভিড় ফাঁকি, নাকের নিচ থেকে বেরিয়ে এল মোরগ! পরাজিত মৃত্যু

বর্তমানে এই কোম্পানী  মুরগি বিক্রি করছে, সুগনা ডেলফ্রিজ নামে একটি খুচরা দোকান চালিয়েও এখান থেকেও প্রচুর লাভ করছে। সুগুনা ফুডস (Suguna Foods) প্রাইভেট লিমিটেড খামারিদের অর্থনৈতিক অবস্থা উন্নত করার জন্যই এই কন্ট্রাক্ট ফার্মিং শুরু করে।