অল্প বিনিয়োগে দারুণ আয়! পোস্ট অফিসের নতুন স্কিমে মিলতে চলেছে প্রচুর সুদ

টাকা বিনিয়োগে (Investment) এবার দারুন সুদ দিতে চলেছে পোস্ট অফিস (Post Office), নতুন স্কিমে যদি আপনি টাকা বিনিয়োগ করেন তবে পাবেন বেশী টাকার সুদ। এই স্কিমে  ২ লাখ টাকা জমা দিয়ে ৯০ হাজার টাকা সুদ মিলবে।  এক বছরের জন্য এই স্কিমে সুদ মিলবে প্রায় ৬.৮% হারে। আর ২,৩ ও ৫ বছরের জন্য যথাক্রমে ৬.৯%, ৭% ও ৭.৫% হারে সুদ মিলবে। আসুন এই স্কিম সম্পর্কে একটু বিশদে জেনে নেওয়া যাক।  যদি কোনো ব্যাক্তি ৫ বছরের জন্য টাইম ডিপোজিট স্কিমে টাকা বিনিয়োগ করে তবে সে ৭.৫% হারে সুদ পাবে।

আরো পড়ুনঃ বদলাচ্ছে টুইটারের পাখি লোগো! টুইট করে নিজেই বার্তা দিলেন ধনকুবের ইলন মাস্ক…

এই স্কিম অনুযায়ী বিনিয়োগ করার জন্য সিঙ্গেল অ্যাকাউন্ট বা জয়েন্ট অ্যাকাউন্ট যে কোনো একটা অ্যাকাউন্ট থাকলেই হবে। এমনকি ম্যাচিওর হওয়ার পর আবার একই সময়ের জন্য টাকা বিনিয়োগ করা যেতে পারে। কিন্তু  সুদ বা প্রিন্সিপাল অ্যাকাউন্টের উপর কোনো কর দিতে হবে না। আর যদি কেউ সুদের টাকা না তোলে তবে সেটি ডেড অ্যামাউন্ট হয়ে  যাবে। এক্ষেত্রে পরবর্তী কালে আর কোনো  সুদ পাওয়া যাবে না।

New scheme of post office

অর্থাৎ এই স্কিমে বিনিয়োগ করা একটা লাভের বিষয় হতে পারে। কারণ অনেক জায়গায়ই টাকা বিনিয়োগের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর থাকে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যদি এই ক্ষেত্রে টাকা বিনিয়োগ করা হয়, তবে সেটি সব সময়ই সেফ অপশন। আর এই নতুন স্কিমে যদি ২ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে ৫ বছর বাদে আপনি শুধু সুদ পাবেন ৮৯,৯০০ টাকা।

New scheme of post office

আরো পড়ুনঃ “প্রথমে জামাই বদল, তারপর দল বদল”! মহানায়ক সম্মান নিয়ে ফের ট্রোলের শিকার টলি অভিনেত্রী শ্রাবন্তী

তাই দেরি না করে আজই আপনার নিকটবর্তী পোস্ট অফিস (Post Office) এ যোগাযোগ করুন, সেখানথেকে যাবতীয় তথ্য নিয়ে বিশদে জেনে টাকা বিনিয়োগ করুন। বর্তমানে যেভাবে চারিদিকে আর্থিক সমস্যা দেখা দিচ্ছে, এই আকালের বাজারে আমাদের প্রত্যেকেরই উচিৎ টাকা বিনিয়োগ করা। কিন্তু অনেকেই মনে করে টাকা বিনিয়োগ করলে হয়তো সঠিক সময়ে তা সুদসমেত ফেরত পাওয়া যায়না বা টাকা লসের সম্ভাবনা থাকে। কিন্তু সবক্ষেত্রে এমনটা হয়না।