গভীর নিম্নচাপ! হাওড়া, কলকাতাসহ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েকদিনে ভারি বৃষ্টির সম্ভাবনা…

আলিপুর আবহাওয়া অফিস (Weather Report) এর পূর্বাভাস, আগামী চার-পাঁচ দিন গোটা রাজ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরে (North Bengal) বৃষ্টির পরিমান কমবে। বিগত কয়েক দিন ধরেই রাজ্যে বাড়ছে বৃষ্টি, যার জেরে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। সকালের দিকে হালকা রোদ থাকলেও একটু বেলা গড়াতেই আকাশে জমছে কালো মেঘ। মাঝে মাঝেই রোদ উঠছে আবার কখনো বইছে ঝোড়ো হাওয়া। জোড়া নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বলেই জানা গিয়েছে।

আরো পড়ুনঃ আসছে একের পর এক হিট ছবি! রহস্য, অ্যাকশনে মোড়া সাউথ ইন্ডিয়ার এই কয়েকটি ছবি ফের কাঁপাবে ভারতের বক্স অফিস

আর এই নিম্নচাপের জেরেই বাড়ছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। হাওড়া , কলকাতা , হুগলি , পূর্ব মেদিনীপুর , পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম , বাঁকুড়া , পশ্চিম বর্ধমান , পূর্ব বর্ধমান , বীরভূম , মুর্শিদাবাদ , নদিয়ায় বজ্রপাত সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যদিকে উপকূল সংলগ্ন জেলাগুলিতেও রয়েছে ভারি বৃষ্টির সম্ভাবনা।  আবহাওয়ার পূর্বাভাসে (Weather Forecast) জানানো হয়েছে জোড়া নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে।

Depression in west bengal

তবে উত্তরবঙ্গে কমতে পারে বৃষ্টির পরিমাণ।  এক মাত্র জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার এই তিন জেলায় বিক্ষিপ্ত  ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের কোথাও কোথাও হালকা বৃষ্টি হলেও হতে পারে। জুলাইয়ের শুরুতেই উত্তরবঙ্গে যে হারে বৃষ্টি শুরু হয়েছিলো সেই থেকে খানিক চিন্তায় ছিলো পাহাড়ের মানুষরা। তবে এদিনের খবরে একটু হলেও স্বস্তি ফিরেছে পাহাড়ে। আগের থেকে আবার ভিড়ও বাড়ছে। গরমের ছুটির পর আবার একটু একটু করে অনেকেই পুজোর আগে পাহাড় যাচ্ছেন। সেখানে বৃষ্টি না হওয়ার সংবাদ অনেককেই আনন্দ দিচ্ছে।

আরো পড়ুনঃ Urfi Javed :গুগলের সিইও সুন্দর পিচাইয়ের থেকে বেশি ইনকাম করেন উর্ফি জাভেদ! জানেন কোথায় থেকে তার এত উপার্জন

Depression in west bengal

আবহাওয়া অফিস (Weather Report) সূত্রের খবর বৃষ্টি বাড়লেও কিন্তু গরম কমবে না, বাতাসে প্রচুর আদ্রতা থাকার কারণেই আরো অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে। ঝড় বৃষ্টিতে সাময়িক ঠান্ডা ভাব হলেও ফের বাড়বে প্যাচপ্যাচে গরম। তবে আগামী সপ্তাহ থেকে ওয়েদার একটু হলেও বদলাতে পারে। আগের তুলনায় বৃষ্টি কমে মেঘ মুক্ত আকাশ মিলতে পারে।