হাইফাই লাইফস্টাইল, টাকার পাহাড়! কিন্তু জানেন কি বাস্তবে এই অভিনেত্রীরা নাকি স্কুলের গণ্ডিও পেরোন নি…

বলিউড ( Bollywood) বলতেই আমদের মাথায় আসে রুপোলী পর্দা (Silver Screen)এবং সুন্দরী তারকাদের ঝলক। হাইফাই লাইফস্টাইলে মোড়া তারকাদের জীবন যেখানে শুধুই অর্থ এবং বিলাসিতার বাহার। ঝা চকচকে, গ্ল্যমারাস জীবনে অনেকেই অভিনয় করে আজ সাফল্যের চূড়ায় পৌঁছেছেন ঠিকই। কিন্তু এদের মধ্যে অনেক তারকাই আছেন যারা কিনা স্কুলের গন্ডিই পেরোতে পারেন নি। আজ বি-টাউনের সেই সমস্ত অভিনেত্রীদের নিয়ে কথা বলবো, যারা আমাদের মনে সর্বদা বিরাজমান কিন্তু পড়াশোনায় অনেকটাই পিছিয়ে।
আরো পড়ুনঃ প্রকাশ্যে এলো মঙ্গল গ্রহের নতুন ছবি! মিলেছে এক বিশেষ উপাদানের হদিশ…
ক্যাটরিনা কাইফ: প্রথমেই আসা যাক বলিউডে( Bollywood)র সবথেকে সুন্দরী তারকা ক্যাটরিনার কথায়। তিনি ছোটবেলাটা বিভিন্ন দেশে মায়ের সঙ্গে থেকে এসেছেন। তাই শেষপর্যন্ত কোনো স্কুল থেকেই তিনি পড়াশোনা সম্পূর্ণ করার সুযোগ পাননি। পরে মডেলিং থেকে আসতে আসতে বি টাউনে পা রাখেন। এরপর ক্রমেই তিনি একজন জনপ্রিয় অভিনেত্রী হয়ে ওঠেন।
আলিয়া ভাট: আলিয়া যিনি কিনা বর্তমানে গঙ্গুবাই নামেই বেশি পরিচিত। তিনি ছোটো থেকেই অভিনয় করতেন। দুটি সিনেমায় তাঁকে শিশু শিল্পীর চরিত্রেও দেখা গিয়েছে। কিন্তু এরপর তিনি স্কুলে পড়াশোনা করাকালীনই করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্যা ইয়ার’ সিনেমায় লিড রোলে অভিনয়ের সুযোগ পান। এরপর একের পর এক হিট ছবিতে কাজের প্রস্তাব পেয়ে পড়াশোনা থেকে সরে যান আলিয়া।
প্রিয়াঙ্কা চোপড়া: পিগি চপস যিনি কিনা আজ হিন্দি সিনেমার পাশাপাশি হলিউডেও বহু সিনেমায় অভিনয় করছেন, তিনিও পড়াশোনা শেষ করতে পারেননি। ২০০০ সালের মিস ওয়ার্ল্ড জয়ের পরই মডেলিং থেকে বলিউডের যাত্রা শুরু হয়, বাকিটা ইতিহাস।
কাজলঃ বি টাউনেরএকজন অভিজ্ঞ অভিনেত্রীদের মধ্যে কাজল অন্যতম। তিনি ছোটো থেকেই পড়াশোনায় খুব একটা মনযোগী ছিলেন না। এরপর মাত্র ১৬ বছর বয়সেই বি টাউনে হাতেখড়ি হয় একটি ছবির মাধ্যমে। এরপর কিং খান এবং সালমানের সাথে একাধিক হিট ছবি দিয়েছেন।
আরো পড়ুনঃগর্বের মুহূর্ত! এই বিশেষ কারণে স্বর্ণপদক পেলো হাওড়া রেল স্টেশন …
করিশ্মা কাপুরঃ এই অভিনেত্রীও হিন্দি ছবির একজন জনপ্রিয় অভিনেত্রী। কিন্তু ক্লাস সিক্সে পড়াশোনা ছেড়ে দিয়ে তিনি পরবর্তীকালে অভিনয় জগতে আসেন।