রাশি অনুযায়ী শ্রাবণ মাসের সোমবার নিয়ম করে করুন শিবের পুজো! সুখ-সমৃদ্ধির সাথে বাড়বে আর্থিক যোগও…

গত সপ্তাহেই শুরু হয়েছে শ্রাবণ (Shraban) মাস, আর এই মাসেই দেবাদিদেবের পুজো অর্চনা করতে বহু মন্দিরে সমাগম হয় মহিলা ভক্তদের। কিন্তু পুজো করার সাথে সাথে বেশ কয়েকটি নিয়ম পালন করাও জরুরি। এতে শিবের উপসনার পাশাপাশি , তিনি সন্তুষ্টও হন এবং আপনার জীবনে সুখ সমৃদ্ধিতে ভরিয়ে দেন। আসুন জেনে নেওয়া যাক রাশি (Horoscope) অনুযায়ী কোন জাতকের কি করনীয়।

আরো পড়ুনঃ আকর্ষণীয় দাম, দুর্দান্ত লুক! ভারতে তরতরিয়ে বাড়ছে এই পাঁচ এসইউভির চাহিদা…

 

lord shiva puja
কি এমন করতে হবে?

ধনু এবং মকর রাশিঃ ধনু রাশির জাতকরা সোমবার শিবের পুজো করুন এবং কলা গাছ লাগান।  এর ফলে আপনাদের সমস্ত আর্থিক সমস্যার সমাধান হবে। মকর জাতকরা বাড়ির ঈশান কোণে সাদা আকন্দ গাছ লাগান। প্রতিদিন স্নান সেরে পুজো করুন এবং দ্বীপ জালান, দেখবেন পরিবারে  সুখ-সমৃদ্ধি বৃদ্ধি আসবে। 

মীন এবং কুম্ভ রাশিঃ মীন রাশির জাতকরা সোমবারে বাড়িতে পারদ শিবলিঙ্গ স্থাপন করতে পারেন। এরফলে সংসারে সুখ আসবে এবং আর্থিক সঙ্গতিও মিলবে। তাই  প্রতিদিন এই শিবলিঙ্গের পুজো করুন।  কুম্ভ রাশির জাতকরা সোমবার রুদ্রাক্ষ মালা দুধ দিয়ে শিবের পুজো করুন। 

সিংহ এবং কন্যা রাশিঃ সিংহ রাশির জাতকরা শিবকে তুষ্ট করতে দুধ এবং বেলপাতা দিয়ে পুজো করুন। অথবা জলে মধু, চন্দন মিশিয়েও পুজো করতে পারেন এতে আপনার জীবনের বাঁধা বিপত্তি কেটে যাবে। কন্যা রাশির জাতকরা শিবের অর্চনা করার জন্য আকন্দ মালা এবং বেলপাতা দিয়ে পুজো করুন, সমস্ত বিঘ্ন কেটে যাবে।

 কর্কট রাশি এবং মিথুন রাশিঃ কর্কট রাশির জাতকরা  সোমবার শিব ঠাকুরের পুজোর পাশাপাশি একটি ত্রিকোনাকার পতাকা উঁচু বাঁশে বেঁধে দিন।  এর ফলে আপনার সব বাঁধা কেটে যাবে এবং আর্থিক সমস্যাও দূর হবে। মিথুন রাশির জাতকরা কর্মক্ষেত্রে যশ খ্যাতি পেতে শ্রাবন (Shraban) মাসের সোমবার  অফিসে বা বাড়িতে সাদা আকন্দ শ্বেতার্ক গণপতি স্থাপন করে পুজো করুন। সন্ধ্যেবেলা দ্বীপ জালিয়ে আরাধনা করুন, ফল মিলবে হাতেনাতেই। 

আরো পড়ুনঃ প্রকাশ্যে এলো মঙ্গল গ্রহের নতুন ছবি! মিলেছে এক বিশেষ উপাদানের হদিশ…

 মেষ রাশি এবং বৃষ রাশিঃ মেষ রাশির জাতকরা প্রতি সোমবার সন্ধ্যেবেলা দ্বীপ জ্বালান এবং শিবের উপাসনা করুন। দেখবেন অর্থাভাব দূর হবে। বৃষ রাশির জাতকরা সোমবারে কোনও জলাশয় যেমন পুকুর বা নদীর পাশে গিয়ে ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলিত করুন। এরফলে দেবাদিদেবের আপনার ওপর আশীর্বাদ চির বিরাজমান থাকবে।