গর্বের মুহূর্ত! এই বিশেষ কারণে স্বর্ণপদক পেলো হাওড়া রেল স্টেশন …

পরিষেবা প্রদানের নিরিখেই এবার রাজ্যের (State)  শতাব্দী প্রাচীন রেলস্টেশন হাওড়া রেল স্টেশন (Howrah Railway Station) পেল স্বর্ণপদক। রেলসেবা প্রদানের প্রেক্ষিতেই মিলেছে এই বিশেষ সম্মান। তিলোত্তমা কলকাতার বুকে দীর্ঘ বছরের সাক্ষী হয়ে থেকেছে এই বৃহৎ রেল ষ্টেশন। প্রতিদিন প্রায় কয়েক লক্ষ্য মানুষের আনাগোনা হয় এই ষ্টেশনে।  ভিন্ন দেশ থেকে আসা বিভিন্ন মানুষরাও এই ষ্টেশনকে কলকাতার একটি অন্যতম বিশেষ স্থান হিসেবে মনে করেন। বলা চলে এটি কলকাতার একটি বিশেষ পরিচিতি। কলকাতা বলতে সবার মাথায় এটিই মাথায় আসে। পশ্চিমবঙ্গই নয়, গোটা ভারতের নানা প্রান্ত থেকে মানুষ আসে কলকাতায়। তাই বলা হয় এই ষ্টেশন কলকাতার একটি বহু পুরনো এবং ঐতিহ্যশালী ষ্টেশন। 

আরো পড়ুনঃ খরচ মাত্র তিন হাজার, আইন মেনে ভাড়া করতে পারবেন পছন্দের গার্লফ্রেন্ড

এতো দিন হাওড়া স্টেশন (Howrah Railway Station) সিলভার মেডেলিস্ট ছিল, কিন্তু এবার আরো এক ধাপ উচু স্থানে এগিয়ে কলকাতার এই ঐতিহ্যতম স্থান।  বলা যায় এতো লক্ষ্য লক্ষ্য লোকের ভিড় সামলে এই গোল্ড মেডেল পাওয়ার বিষয়টি এখন কলকাতার মানুষের কাছে একটি আলাদা আনন্দের বিষয়। শুধু কলকাতাই নয় বলা যায় গোটা পশ্চিমবঙ্গের কাছে এটি বিশেষ গর্বের বিষয়।  

Howrah Station got prize

১৮৫৪ খ্রিস্টাব্দে মাত্র  যখন এই স্টেশনের উদ্বোধন হয়েছিলো, তখন মাত্র একটি প্ল্যাটফর্ম ছিলো, তবে বর্তমানে এর প্লাটফর্ম সংখ্যা ২৩। পানীয় জলের ব্যবস্থা, স্টেশনে শেডের ব্যবস্থা, যান্ত্রিক পরিষ্কার, আলো এবং পাখার ব্যবস্থা থাকা, শৌচাগারের ব্যবস্থা, বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা, পথচারীদের জন্য বিশেষ হাঁটার ব্যবস্থা  সবকিছু থাকার কারণেই  দেওয়া হয়েছে এই বিশেষ সম্মান।

আরো পড়ুনঃ চন্দ্রযান ৩ অভিযানে টাটা গ্রুপের রয়েছে বড় ভূমিকা, টুইটারের বিশেষ পোস্টে আবেগে ভাসলো ভারতবাসীরা…

Howrah Station got prize

এই দিন স্টেশনের নিউ কমপ্লেক্সে আয়োজিত একটি অনুষ্ঠানে  পূর্ব রেলের ম্যানেজারের উপস্থিতিতে এই সোনার পদক দেওয়া হয়। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে সিআইআই-আইজিবিসি গোল্ড রেটিং দেওয়া হয়েছে ।