প্রকাশ্যে এলো মঙ্গল গ্রহের নতুন ছবি! মিলেছে এক বিশেষ উপাদানের হদিশ

নাসা (NASA), ইসরো সহ সমস্ত মহাকাশ সংস্থা মঙ্গল (Mars) এ প্রাণের সম্ভাবনার খোঁজ করছে। বর্তমানে মঙ্গল বা চাঁদে যাওয়ার ঘটনা কোনো মজা বা কৌতুকের বিষয় নয়।  পৃথিবী ছাড়া অনেকেই এখন চাঁদ বা মঙ্গলে থাকার ইচ্ছে প্রকাশ করেন। তবে সেখানে প্রাণের অস্তিত্ব আছে কিনা সেই নিয়ে আমরা কেউই নিশ্চিত নয়।  মহাকাশের সমস্ত রহস্য উদ্ঘাটনের পাশাপাশি এখন চাঁদে পাড়ি দেওয়ার চেষ্টা চলছে।  সম্প্রতি আমেরিকান স্পেস এজেন্সি নাসার ‘পারসিভারেন্স রোভার’ মঙ্গলের জেজিরো ক্রেটারে একটি যৌগ আবিষ্কার করেছে।

আরো পড়ুনঃ চাপ বাড়লো Jio,Vi, সহ Airtel এর! একদম জলের দরে 4G প্ল্যান লঞ্চ করল BSNL

বলা হচ্ছে এই যৌগে রয়েছে  কার্বন ও হাইড্রোজেন। আর এই দুটি উপাদানই পৃথিবীর প্রাণের মূল উপাদান।  আর এই যৌগ থেকেই  মনে করা হচ্ছে সেখানে প্রাণের অস্ত্বিত্ব থাকলেও থাকতে পারে।  সম্প্রতি কয়েকটি ছবি প্রকাশ্যে এসেছে। যেখানে দেখানো হয়েছে  জল তোলার পর এই পাথরের টুকরোগুলোর অবস্থা হয়েছে।

mars photo got captured
কি দেখা যাচ্ছে ছবিতে?

এই ছবি গুলিতে দেখা যাচ্ছে মানুষের মুখের মতন একটি গর্ত রয়েছে। এই ছবিটি জুলাই মাসের ২০ তারিখের।  এই ছবিতে মঙ্গল (Mars) গ্রহের পৃষ্ঠ দেশ দেখা গিয়েছে। আর এই গর্ত গুলিও এই ছবিতে ধরা দিয়েছে। কিন্তু এখনো এ কথা স্পষ্ট নয় এই গর্ত গুলি কিসের। বিজ্ঞানীরা মনে করছেন এগুলি হয়তো উল্কাপাতের ফলেই তৈরি হয়েছে।

mars photo got captured

আরো পড়ুনঃ খরচ মাত্র তিন হাজার, আইন মেনে ভাড়া করতে পারবেন পছন্দের গার্লফ্রেন্ড

প্রসঙ্গত, এখন পৃথিবী ছেড়ে কোথাও বসবাসের কথা উঠলে প্রথমে চাঁদ ও এই গ্রহের কথা বলা হয়। যেহেতু এ দুটি গ্রহই কাছাকাছি, তাই এখানে মানুষকে বসতি স্থাপনের পরিকল্পনা করা হয়েছে।  কিন্তু এখনো এই যুক্তি কতটা সত্য তা প্রমাণ করা সম্ভব হয়নি। তবে আশা করা হচ্ছে বিজ্ঞানীদের তরফে যত তাড়াতাড়ি সম্ভব এই রহস্য খুঁজে বার করা সম্ভব হবে। কারণ বিজ্ঞান এখন অনেক উন্নত হয়ে গিয়েছে।