বিগ বসের প্ল্যাটফর্ম থেকেই বলিউডে পাড়ি! মহেশ ভাটকে নিয়ে এমনটাই বললেন সানি লিওন

বি টাউনের একজন হট, সিজলিং, লাস্যময়ী অভিনেত্রী হলেন সানি লিওন (Sunny Leone)। ২০১২ সালে জিসম ২ এর মাধ্যমে তাঁর বলিউডে (Bollywood) অভিষেক ঘটে। এরপর একাধিক ছবিতে তাঁকে হট অবতারে দেখা গিয়েছে। রাগিনী এমএমএস, কুছ কুছ লোচা হে, ওয়ান নাইট স্ট্যান্ড, জ্যাকপট সহ আরো অনেক ছবির মাধ্যমে বহু ভারতীয় পুরুষের মনেই ঝড় তুলেছেন। অবশ্য বলিউডে আসার আগে তাঁর জীবনের একটা অন্য সত্যি ছিলো, যেটি আমাদের কারোই অজানা নয়।
আরো পড়ুনঃ Smallest Airport: ভারতের সবথেকে ছোটো এয়ারপোর্টের নাম জানেন!
এর আগে তিনি পর্ণ ইন্ডাস্ট্রির একজন অন্যতম অভিনেত্রী ছিলেন, জীবনের নানা সমস্যা পেড়িয়ে তিনি যখন এই ইন্ডাস্ট্রিতে যোগ দিয়েছিলেন সেখানে তাঁকে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছিলো, সেই ঘটনাও নিজেই জানিয়েছিলেন তিনি। তবে সেই কালো অধ্যায়ের সব যোগ ছিন্ন করে প্রায় দশ বছর আগে তিনি হিন্দি ছবিতে ডেবিউ করেন। বিগ বসের একজন প্রতিযোগী হওয়ার সুবাদেই তিনি জিসম ২-এর অফার পান। জিসম ২ ছিল পূজা ভাটের হিট এরোটিক থ্রিলার জিসম এর একটি সিক্যুয়েল। এই ছবিতে রণদীপ হুদার বিপরীতে দেখা গেছে বলিউডের এই লাস্যময়ী অভিনেত্রীকে।
তিনি জানান, “‘যখন মহেশ ভাট এই অনুষ্ঠানের একটি পর্বে অতিথি হিসেবে আসেন, তখন তিনিই আমাকে ‘জিসম ২’ এর প্রস্তাব দিয়েছিলেন। এমনকি আমি মনে করিনি যে এটি বাস্তবে সম্ভব হবে কখনো, কারণ আমি তাকে চিনতাম না। বিগ বস বাড়ির সবাই ওনাকে নিয়ে কথা বলছিলেন যে তিনি আসতে চলেছেন। সবারই ওনাকে নিয়ে অনেক উৎসাহ ছিল। সবাই ইন্ডাস্ট্রিতে ওনার মর্যাদা নিয়ে নানা কথা বলছিলেন । কিন্তু আমি তো তাকে চিনতামই না, তবে লোকের কথায় আমার কাছে মনে হয়েছিল যে তিনি একজন দুর্দান্ত ব্যক্তি ছিলেন। পরে তাঁর ব্যক্তিত্ব বুঝতে পারলাম।”
আরো পড়ুনঃবদলাচ্ছে টুইটারের পাখি লোগো! টুইট করে নিজেই বার্তা দিলেন ধনকুবের ইলন মাস্ক…
সানি লিওন (Sunny Leone) বলেছিলেন যে বিভিন্ন কারণে তিনি আগে বিগ বসের অংশ হতে চাননি। তিনি জানান, “প্রথম কারণটি ছিল নিরাপত্তা এবং দ্বিতীয় কারণটি ছিল আমি জানতাম না সেখানে আমাকে দেখে লোকজন কেমন প্রতিক্রিয়া দেখাবে। আমি কখনোই এইটাকে ভবিষ্যৎ হিসেবে দেখিনি।