আসছে একের পর এক হিট ছবি! রহস্য, অ্যাকশনে মোড়া সাউথ ইন্ডিয়ার এই কয়েকটি ছবি ফের কাঁপাবে ভারতের বক্স অফিস

বিগত কয়েক বছরে হিন্দি ছবির (Bollywood) তুলনায় ভারতে দক্ষিনী চলচ্চিত্র (South Indian Cinema) র চাহিদা অনেকটাই বেড়ে গিয়েছে। কারণ এই ছবিগুলির গল্প, প্লট, অভিনয়, ভিএফএক্স, গান সবকিছুই অন্যরকম। বলা যেতে পারে ছবিগুলি এতোটাই প্রমিসিং যে  আমরা ভারতীয় বাক্স অফিসে অনবরতই  দক্ষিণের চলচ্চিত্র (South Indian Cinema) র আকর্ষণ দেখতে পাচ্ছি। এই ছবিগুলি শুধু সিনেমা হল নয়, এখন ওটিটি প্ল্যাটফর্মগুলিতেও সমানভাবে দর্রশকদের হিট লিস্টে যোগ হচ্ছে।  তাহলে চলুন দেখে নেওয়া যাক এরকমই কয়েকটি হিট দক্ষিনী সিনেমা যা বহু প্রতিক্ষীত সিনেমার তালিকায় আছে।

আরো পড়ুনঃবদলাচ্ছে টুইটারের পাখি লোগো! টুইট করে নিজেই বার্তা দিলেন ধনকুবের ইলন মাস্ক…

দেভরা: প্রথমেই আসা যাক  জুনিয়র এনটিআর এর এই ছবির কথায়, এটি আগামী বছর ২০২৪ এর এপ্রিলে মুক্তি পেতে চলেছে। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জুনিয়র এনটিআর, সাইফ আলী খান, জাহ্নবী কাপুর এবং প্রকাশ রাজ।ছবিটি পরিচালনা করেছেন শিব কোরাতালা, এটিও ভারতের একটি বিগ হিট ছবি হতে চলেছে।

প্রজেক্ট কে:  প্রভাস অভিনীত’প্রজেক্ট কে’ দ্বিতীয় সর্বাধিক প্রতীক্ষিত ছবি, ইতিমধ্যেই এই ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। এটিও ২০২৪ এই মুক্তি পাবে। প্রভাস ছাড়াও এই ছবিতে অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা পাড়ুকোন, দিশা পাটানি এবং পশুপতির মতো বড় বড় অভিনেতারা রয়েছেন। 

south indian films

 সালারঃ  প্রভাস অভিনীত এই ছবিও ২০২৩ এ মুক্তি পেতে চলেছে। প্রভাস ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন পৃথ্বীরাজ জুকুমারান, শ্রুতি হাসান, জগপতি বাবু। এই ছবিটি একই সাথে তেলেগু এবং কন্নড় ভাষায় শ্যুট করা হয়েছে। 

গেম চেঞ্জারঃ এই চলচ্চিত্রও রাম চরণের একটি বহু প্রতিক্ষীত  তেলেগু ভাষার রাজনৈতিক অ্যাকশন থ্রিলার।  রাম চরণ ছাড়াও অঞ্জলি, কিয়ারা আদভানি, এসজে সূর্য, জয়রাম, সুনীল, শ্রীকান্ত, সামুথিরাকানি এবং নাসারকেও দেখা যাবে এই ছবিতে। ছবির পরিচালক এস. শঙ্কর এবং লেখক কার্তিক সুব্বারাজ।

south indian films

আরো পড়ুনঃ দুই ঘন্টার বেতন প্রায় ৪ কোটি টাকা! গুগলের বেতন শুনে অবাক ধনকুবের ইলন মাস্ক…

কানতারা 2ঃ  চলতি বছরে কানতারা সিনেমা জগতের একটি বিশেষ প্রশংসিত ছবি, যা আমাদের প্রত্যেকেরই ভালো লেগেছে। তবে এর সাফল্যের পর এবার ছবির পরিচালক ঋষভ শেঠি  কানতারা ২ এর ঘোষণা দিয়েছেন।