বদলাচ্ছে টুইটারের পাখি লোগো! টুইট করে নিজেই বার্তা দিলেন ধনকুবের ইলন মাস্ক…

এবার বদলে যেতে পারে টুইটারের (TWITTER) লোগো এবং নাম, স্বয়ং ইলন মাস্ক (Elon Musk) ই এদিন এই বার্তা দিয়েছেন বিশ্ববাসীকে।  তিনি নিজেই টুইট করে লিখেছেন, “আমরা শীঘ্রই টুইটার নামক ব্র্যান্ড এবং ধাপে ধাপে সকল পাখিকে বিদায় জানাতে চলেছি। যদি আজকে রাতেই একটা ভাল এক্স লোগো পোস্ট করা যায়, তবে আমরা কাল থেকেই বিষয়টি কার্যকরী করব।” সম্প্রতি এই টুইট প্রকাশ্যে আসতে হইচই পড়ে গিয়েছে গোটা নেট পাড়ায়।

Elon Musk

আরো পড়ুনঃ AI -সংবাদ পাঠিকার ট্রেন্ডে যোগ দিল বাংলাদেশ! দেখুন বিশেষ খবর পাঠের মুহূর্ত…

অনেকে মনে করছেন এটি হয়তো সত্যি কথা নয় তবে পরক্ষনেই তাঁরা মনে করছেন স্বয়ং সংস্থাটির মালিক তথা বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের (Elon Musk) যখন এমনটা বলেছেন তাহলে হয়তো এটি সত্যি কথাই।  এবার আসা যাক টুইটারের লোগোর কথায় টুইটারের লোগোতে থাকা এই নীল পাখিটি বিশেষ পরিচিত। বলা যায় এই পাখিটি টুইটার ব্যবহারকারীদের কাছে ইমোশন হয়ে থেকেছে শুরু থেকেই। তবে এতো বছর পর যখন প্রকাশ্যে আসছে যে টুই টারের লোগো বদলে যাবে, ব্যবহারকারীরা ভাবছেন তাহলে এবার কোন লোগো রাখা হবে। সেই লোগোটি কি আদতেই এই নিল পাখির মতন সুন্দর এবং আকর্ষণীয় হবে।

যাই হোক সময় যতই এগোচ্ছে সব মিলিয়ে টুইটারের লোগো নিয়ে ততোই বাড়ছে জল্পনা কল্পনা। ধনকুবের নিজেই জানিয়েছেন সব ঠিক থাকলে আজ রাত থেকেই এই লোগো বদলে যেতে পারে। মানে রবিবারের রাত থেকেই হয়তো টুইটারের নয়া লোগোর সাক্ষী হতে পারে গোটা বিশ্ববাসী।

 

আরো পড়ুনঃ ২০২৩-এই নাকি ঘটবে এইসব অদ্ভুত ঘটনা! এমন ভবিষ্যদ্বাণীই দিলেন এই টাইম ট্রাভেলার

টুইটার মালিক খোদ টুইটে ‘এক্স’ শব্দটির ব্যবহারও নতুন জল্পনা উস্কে দিয়েছে। এই শব্দ আগেও ব্যবহার করেছেন ইলন মাস্ক (Elon Mask)। তাই টুইটার  ব্যবহারকারীরা মনে করছেন টুইটারের নতুন নাম হতে পারে ‘এক্স’। কিন্তু অফিশিয়ালি তা না আসা পর্যন্ত এখনো কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না। বলা হচ্ছে ধনকুবেরের মালিকানাধীন এক্স কর্পের নিয়ন্ত্রণে আসতে পারে এত দিন স্বাধীন সংস্থা হিসাবে কাজ করা টুইটার। এখন শুধু সময়ের অপেক্ষা, মনে করা হচ্ছে এই লোগো হয়তো পুরনো লোগো অপেক্ষাও  সুন্দর হতে পারে।