“প্রথমে জামাই বদল, তারপর দল বদল”! মহানায়ক সম্মান নিয়ে ফের ট্রোলের শিকার টলি অভিনেত্রী শ্রাবন্তী

ব্যাক্তিগত জীবন হোক বা সোশ্যাল মিডিয়া সমালোচনা কখনো পিছু ছাড়েনা টলিউডের মিষ্টি অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee) র। টলিউডে প্রায় ছোটবেলা থেকে একাধিক ছবি এবং মেগা সিরিয়ালে অভিনয় করে এসেছেন এই বঙ্গ তনয়া। কিন্তু সিনেমার পাশাপাশি তাঁর ব্যাক্তিগত জীবনও কিন্তু কম ড্রামাটিক নয়। রাজনীতি, বিয়ে, প্রেম একাধিক বিষয় নিয়ে প্রায়শই নেটিজেনরা টার্গেট করে এই মিষ্টি অভিনেত্রীকে। তবে কোনো কিছুকে তোয়াক্কা না করেই তিনি নিজের জীবন উপভোগ করছেন। একাধিক বার সংবাদ মাধ্যমে নিজেই জানিয়েছেন জীবনে ওঠাপড়া কাটিয়ে তিনি এগিয়ে যেতে চান।

আরো পড়ুনঃকুমিরের ভিড় ফাঁকি, নাকের নিচ থেকে বেরিয়ে এল মোরগ! পরাজিত মৃত্যু

টলিউডে একাধিক জনপ্রিয় তারকার সাথে তিনি স্ক্রিন শেয়ার করেছেন। বেশ কয়েকটি ছবির মাধ্যমে জিতেছে আমাদের মন। তার ফলস্বরূপই এবার পেলেন বিশেষ পুরষ্কার। পেয়েছেন মহানায়ক সম্মান। এই প্রাপ্তি যেন তাঁর কাছে বিশেষ পাওনা হয়েই থেকে গেছে।  সম্প্রতি এই বিশেষ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, “অধ্যবসায়ের মূল্য। বাংলা চলচ্চিত্র শিল্পে অবদানের জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, আমাদের প্রিয় দিদির কাছ থেকে লোভনীয় ‘মহানায়ক’ পুরস্কার পেয়ে আমি অত্যন্ত সম্মানিত এবং উচ্ছ্বসিত। এভারগ্রিন ম্যাটিনি আইডল শ্রী উত্তম কুমারের স্মরণে এই বিশেষ প্রাপ্তি। ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ আমার সকল ভক্তদের।”

Srabanti got trolled

আর এই পোস্ট প্রকাশ্যে আসতেই তাঁর ভক্তরা অনেক শুভেচ্ছা এবং অভিবাদন জানিয়েছে। কিন্তু এর পাশাপাশি নেটিজেনদের একাংশ অনেকেই তাঁকে নিন্দামন্দ করতেও ছাড়েননি। একাধিক কথায় তাঁকে জানিয়েছেন, “প্রথমে জামাই বদল, তারপর দল বদল।” এখানেই শেষ নয় আবার অন্য আরেকজন লিখেছেন,”গতবার বিধানসভা ভোটের আগে তুমি মমতার নামে আর মমতা তোমার নামে কী কী কথা বলেছিলে মনে আছে?”

Srabanti got trolled

আরো পড়ুনঃ মাঝ সমুদ্রে টলে গেল নৌকা, নীল চোখের মৎসকন্যা দেখে তাজ্জব মৎস্যজীবীরা!

সোমবার উত্তম কুমারের জন্মদিনে কিংবদন্তী এই অভিনেতাকে সম্মান জানাতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সেখানেই শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee) কে উত্তরীয় ও পুরস্কার তুলে দেয় মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলো গোটা টলিউড। একাধিক টলি তারকা যেমন কোয়েল মল্লিক, শুভশ্রী গাঙ্গুলি, সায়ন্তিকা ব্যানার্জি ও অঙ্কুশ হাজরাও মহানায়ক সম্মান পেয়েছেন।