মুক্তির অপেক্ষায় কিং খানের জিন্দা বান্দা! জওয়ান ছবির এই গানেরই বাজেট নাকি পনেরো কোটি টাকা, রয়েছে কয়েক হাজার নৃত্যশিল্পী

চলতি বছরের জানুয়ারিতেই মুক্তি পেয়েছিলো শাহরুখ খান (Shah Rukh Khan) এর বহু প্রতিক্ষীত ছবি পাঠান (Pathaan)। এই ছবির মাধ্যমে প্রায় চার বছর পর বি টাউনে ব্যাক করেছেন বাদশা। ছবিতে কিং খানের সাথে স্ক্রিন শেয়ার করেছেন জন আব্রাহাম এবং দীপিকা পাড়ুকোন। ছবিটি বলিউডে চুটিয়ে ব্যবসা করেছে। আর এবার অপেক্ষা কিং খানের নতুন ছবি জওয়ান এর। এটিও ২০২৩ এর একটি বিগ বাজেট ছবি, সম্প্রতি এই ছবির টিজার মুক্তি পেতেই হৈ হৈ রব পড়ে গিয়েছে গোটা ভারতে। এখন শুধু জায়েন্ট স্ক্রিনে কিং খানকে দেখার অপেক্ষা।

আরো পড়ুনঃ হরর-কমেডি, রোম্যান্স-সাসপেন্স ২০২৩-এর পাঁচটি সেরা সিনেমা! না দেখে থাকলে করবেন চরম মিস…

SRK new movie song

এই ছবিতে বাদশা ছারাও রয়েছে একাধিক বলি তারকা। এছাড়াও রয়েছে বেশ কয়েকজন দক্ষিনী সুপারস্টার। ছবিতে অভিনয় করেছেন নয়নথারা, বিজয় সেতুপাথি, দীপিকা পাড়ুকোন ( গেস্ট এপিয়েরেন্স), সানায়া মালহোত্রা, প্রিয়মণি, গিরিজা ওক, সঞ্জিতা ভট্টাচার্য, আলিহারা, কুমারী, আলিহারা, চন্দ্রিমা এবং চন্দ্রাভিকে।  কিন্তু আপনি কি জানেন এই ছবির একটি গান যেটি কিনা শুটিং করার জন্য বাদশার সাথে যোগ দিয়েছিলেন কয়েক হাজার ব্যাক আপ ড্যান্সার। গানটির কয়েক ঝলক ইতিমধ্যেই টিজারের মাধ্যমে প্রকাশ্যে এসেছে। গানের নাম “জিন্দা বাদা”, তবে এখনো সম্পূর্ণ ভিডিওটি মুক্তি পায়নি। এই গানের শুটিং-এর জন্যই এতো জন নৃত্য শিল্পী নেওয়া হয়েছিলো। মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, মাদুরাই সহ আরো

SRK new movie song

একটি ভারতীয় শহরে এই গানের পাঁচ দিন ব্যাপী শুটিং হয়েছে, শুধুমাত্র এই গানটির জন্যই খরচ হয়েছে ১৫ কোটি টাকা। এই ভিডিওটির কোরিওগ্রাফি করেছেছেন শবি। আশা করা হচ্ছে এই গানটি ২০২৩ এর একটি বিগেস্ট হিট গান হতে চলেছে। এমনিতেই এই ছবির টিজার সামনে আসতেই ভক্তদের মধ্যে ক্রমেই বাড়ছে বাদশা ফিভার। 

আরো পড়ুনঃ বাবা একজন অতি জনপ্রিয় মন্ত্রী এবং রাজপরিবারের উত্তরাধিকারী হওয়া সত্ত্বেও নিজের পরিচয় গড়তে ব্যবসা করছেন এই তরুণ! দেখুন তো চেনেন কিনা…

 রেড চিলিজ এন্টারটেইনমেন্ট উপস্থাপনায়, অ্যাটলি দ্বারা পরিচালিত, গৌরী খান প্রযোজিত এবং গৌরব ভার্মা সহ একাধিক প্রযোজনায় এই বছরেই মুক্তি পাবে শাহরুখ খান (Shah Rukh Khan) এর জওয়ান। ২০২৩ এর ৭ই সেপ্টেম্বর ছবিটি হিন্দি, তামিল, তেলেগু ভাষায় মুক্তি পাবে।