বলিউডেও বার্বি ফিভার! এআই ভাবনায় কিউট অবতারে ধরা দিলেন ক্যাটরিনা, আলিয়া, দীপকা, কারিনা…

কখনো ভেবেছেন বলিউড (Bollywood) এর অভিনেত্রীদের বার্বি (Barbie) ডল লুকে কেমন লাগতে পারে বা যদি তাঁরা এই পুতুলের মতন সাজেন তবে কেমন দেখাবে? সম্প্রতি হলিউডে মুক্তি পেয়েছে গ্রেটা গারউইগের “বার্বি”। গত একুশে জুলাই বিশ্ব জুড়ে মুক্তি পেয়েছে মারগো রবি, রায়ান গসলিং অভিনীত এই বিশেষ ছবি। যার জেরে গোটা দুনিয়াই এখন পিঙ্ক ফিভারে আক্রান্ত। ভক্তদের মধ্যে প্রত্যেকেই এখন এই ছবিটি দারুণ উপভোগ করছেন, এমনকি ছবি দেখার জন্য প্রত্যেকেই গোলাপী রঙের পোশাক পড়ছেন। সবাই আরো একবার ছোটোবেলা উপভোগ করছে।
আরো পড়ুনঃকুমিরের ভিড় ফাঁকি, নাকের নিচ থেকে বেরিয়ে এল মোরগ! পরাজিত মৃত্যু
এই ছবি ইতিমধ্যেই সারা বিশ্ব কয়েক কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। হলিউড পেরিয়ে এবার বার্বি ফিভার ঢুকে পড়েছে বলিউড এও। বার্বির রূপ দিতে সম্প্রতি বি টাউনের বেশ কয়কজন অভিনেত্রীকে এআই ভাবনায় গড়লেন শিল্পী শাহিদ এসকে। ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, অনুষ্কা শর্মা সহ অভিনেত্রীর বার্বি মেকওভার করে দেখালেন আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সের সাহায্যে। ইতিমধ্যেই এই ছবি গুলি নেটপাড়ায় ভাইরাল হয়েছে। হেয়ার থেকে মেকআপ, গোলাপি ব্যাকগ্রাউন্ড বা গোলাপি পোশাক সবেতেই যেন গোলাপি যাদু। আসুন দেখে নেওয়া যাক বিটাউনের অভিনেত্রীদের বার্বি রূপ।
প্রথমেই আসা যাক বলিউড (Bollywood) র সবথেকে মিষ্টি অভিনেত্রী ক্যাটরিনার কথায়। ছবিত দেখে বোঝার উপায় নেই তিনি পুতুল না মানুষ। পিঙ্ক পোশাকে যেন ঠিক একটি আসল ডল মনে হচ্ছে তাঁকে। অন্যদিকে আলিয়া ভাট তাঁকে দেখে মনে হচ্ছে তিনি যেন একটি মিষ্টি পরী। মাথায় ফুল এবং পিঙ্ক পোশাকে তিনি যেন আরো কিউট হয়ে উঠেছেন। এরপর আসা যাক দীপিকা পাড়ুকোনের কথায়, মাল্টি কালারের শার্ট আর খোলা চুলে তিনিও যেন অদ্ভুদ সুন্দর।
আরো পড়ুনঃচমকে যাবেন দাম জানলে, বিশ্বের সবচেয়ে দামি গাড়ি এখন নীতা’র গ্যারেজে
তবে এআই বোল্ড লুকে ধরা দিয়েছে কারিনা কাপুর খান। তার পিঙ্কটপ এবং প্যান্ট দেখে বোঝাই যাচ্ছে বেবো সব সময়ই বোল্ড এবং এলিগেন্ট। বার্বি লুকে আরো একজন আমাদের মন জয় করেছেন তিনি হলেন শাহরুখ কন্যা সুজান, তাকেও ভারি মিস্টি দেখাচ্ছে এই পিঙ্ক লুকে। এছাড়াও বার্বি অবতারে ধরা দিয়েছেন দিশা পাটানি, পরিনীতি চোপড়া।