টিআরপি তালিকায় বড় চমক! জগদ্ধাত্রী না অনুরাগের ছোঁয়া বেঙ্গল টপার কে? রইল তালিকা…

সিনেমার (Cinema) পাশাপাশি বাংলা টেলিভিশন (Bengali Television) এও চলছে দারুন টক্কর। নিত্য নতুন এক একটি সিরিয়াল মুক্তি পাচ্ছে টলি পাড়ায়। তবে এই সিরিয়ালগুলির গল্প এবং প্লট একে অপরকে টেক্কা দেওয়ার মতন। কিন্তু আপনি কি জানেন এই মেগা সিরিয়ালের একটি টিআরপি তালিকা প্রকাশিত হয়। নাম্বারের নিরিখে এই সিরিয়ালগুলির টিআরপি তালিকা আনা হয়। আর এই সিরিয়ালের টিআরপি তালিকায় প্রথম স্থানে এলো অনুরাগের ছোঁয়া।

আরো পড়ুনঃ বলিউডেও বার্বি ফিভার! এআই ভাবনায় কিউট অবতারে ধরা দিলেন ক্যাটরিনা, আলিয়া, দীপকা, কারিনা…

মূলত প্রতি বৃহস্পতিবার আসে বাংলা ধারাবাহিকের  টিআরপি  তালিকা।  আর প্রতি সপ্তাহের মতন এদিনও তালিকা সামনে আসতেই জানা গেলো প্রথম স্থানে আছে আমাদের সবার প্রিয় অনুরাগের ছোঁয়া।  বর্তমানে এটিই স্টার জলসার সবথেকে জনপ্রিয় সিরিয়াল। জগদ্বাত্রীকে টপকে প্রথম স্থানে নিজের জায়গা করে নিয়েছে ধারাবাহিক অনুরাগের ছোঁয়া৷ বলা যায় এই দুই সিরিয়ালের মধ্যে শুরু থেকেই টক্কর চলছিলো। টিআরপি তালিকায় প্রথম স্থান পাওয়া অনুরাগের ছোঁয়া সিরিয়ালের স্কোর ৮.৯।  অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা জগদ্ধাত্রী সিরিয়ালের স্কোর হল ৮.৪।  তৃতীয় স্থানে রয়েছে ফুলকি, স্কোর ৮.২।

bengali television trp list

চতুর্থ স্থানে রয়েছে রাঙা বউ, স্কোর ৭.৩। পঞ্চম স্থানে রয়েছে নিম ফুলের মধু , স্কোর ৭.২৷ ষষ্ঠ স্থানে রয়েছে হরগৌরী পাইস হোটেল, স্কোর ৬.৬৷ সপ্তম স্থানে রয়েছে ধারাবাহিক বাংলা মিডিয়াম, স্কোর ৬.২৷  অষ্টম স্থানে রয়েছে।এক্কা দোক্কা, স্কোর ৫.৯।  নবম স্থানে রয়েছে ধারাবাহিক পঞ্চমী, স্কোর ৫.৬।  দশম স্থানে রয়েছে খেলনা বাড়ি, স্কোর ৫.৫। চলতি সপাহে টিআরপি তালিকায় একটা বড় বদল এসেছে। বলা যেতে পারে প্রথম স্থানের তালিকায় স্থান পাওয়া নিয়ে জি বাংলা এবং স্টার জলসার মধ্যে একটা প্রতিযোগিতা চলতে থাকে। আর এই দুই চ্যানেলের মধ্যে দুটি সিরিয়াল জগদ্ধাত্রী এবং অনুরাগের ছোঁয়ার টক্কর হতেই থাকে।

bengali serial trp list

আরো পড়ুনঃ মুক্তির অপেক্ষায় কিং খানের জিন্দা বান্দা! জওয়ান ছবির এই গানেরই বাজেট নাকি পনেরো কোটি টাকা, রয়েছে কয়েক হাজার নৃত্যশিল্পী

বাংলা টেলিভিশন (Bengali Television) এ এখন হাড্ডাহাড্ডি লড়াই, সিরিয়াল হোক বা সিনেমা বাংলা তার হারিয়ে যাওয়া গৌরবকে আবার খুঁজে পেয়েছে। বেশ কয়েকটি সিরিয়াল এবং টিআরপি স্কোর দেখলেই সেটি বোঝা যায়।