শ্রমিদের জন্য সুখবর দিলো ভারতীয় রেল! নয়া ট্রেন জনতা এক্সপ্রেসে মিলবে বিশেষ সুবিধা

ভারতের (India) আমজনতার কথা মাথায় রেখেই এবার নতুন ট্রেনের পরিষেবা দেবেন ভারতীয় রেল (Indian Railways)। রেলের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী এই ট্রেনে ২২ থেকে ২৬টি কোচ থাকবে। মূলত এই ট্রেনগুলি বিশেষভাবে শ্রমিকদের জন্য চালানো হবে। ভারতে যেসব রুটে শ্রমিকের আনাগোনা বেশি, সেসব রুটেই এই ট্রেন বেশি চালানো হবে বলে দাবি করা হচ্ছে। ‘জনতা এক্সপ্রেস’ নামক এই ট্রেনটি শ্রমিক শ্রেনীর মানুষদের বিশেষ পরিষেবা দেবে বলেই মনে করা হচ্ছে।

আরো পড়ুনঃ ২০২৩-এই নাকি ঘটবে এইসব অদ্ভুত ঘটনা! এমন ভবিষ্যদ্বাণীই দিলেন এই টাইম ট্রাভেলার

এই ট্রেনগুলিতে শুধুমাত্র স্লিপার এবং জেনারেল কোচ থাকবে। ফলে এসব ট্রেনের ভাড়া সাধারণ ট্রেনের চেয়ে অনেকটাই কম করা হবে। ট্রেনে কোচের সংখ্যা বেশি রাখা হচ্ছে যাতে লোক জনেরা সহজেই  টিকিট পেতে পারেন। বিশেষ উৎসব ছাড়াও সাড়া বছরেও এই ট্রেনের সুবিধা মিলবে। ভারতের যেই সব শহরে পরিযায়ী শ্রমিকদের সংখ্যা বেশি সেই সব রুটে এই ট্রেন চালানো হবে। এর ফলে কাজের ক্ষেত্রে যে সব শ্রমিকরা প্রায়শই যাতায়াত করেন তাঁদের অনেকটাই সুবিধা হবে।

hydrogen bus in india

বর্তমানে শ্রমিক শ্রেনীর যাতায়াতের জন্য খুবই সমস্যায় পড়তে হয়। কখনো টিকিট মেলেনা, তো কখনো ট্রেন গুলিতে ভিড় বেশি হলে যাতায়াতে মারাত্মক অসুবিধা হয়। অন্যদিকে এভাবে ভিড় গাদাগাদি করে যাতায়াত করার ফলে সাধারণ মানুষের সঙ্গে শ্রমিকরাও সমস্যাও পড়েন। তবে আগামী বছর থেকেই ২০২৪ থেকেই এই ট্রেনের সুবিধা মিলতে পারে বলে জানা যাচ্ছে।  এর আগে সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে নামি দামী ট্রেন তো এসেছে। কিন্তু শ্রমিকদের জন্য সেরকমভাবে কোনো ট্রেনের পরিষেবা মেলেনি।

New hydrogen bus in india

আরো পড়ুনঃ অনন্ত, আকাশ অপেক্ষা গভীর স্নেহের টান! ইনিই হলেন মুকেশ আম্বানির আরেক প্রিয় সন্তান …

কিছু মাস আগেই ভারতের বিভিন্ন প্রান্তে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে  বন্দে ভারত এক্সপ্রেস আনে ভারতীয় রেল (Indian Railways) । এই দ্রুতগামী ট্রেন ভারতের বেশ কয়েকটি রাজ্যেই দারুণ পরিষেবা দিচ্ছে।  তবে এই ট্রেনে প্লেনের মতন সুবিধা না থাকলেও অন্যন্য ট্রেন অপেক্ষা সুন্দর ব্যবস্থা রয়েছে। খাবার দাবার থেকে সিটিং ব্যবস্থা, এসি পরিষেবা এবং আধুনিক পদ্ধতির ফলে এই ট্রেন এখন প্রত্যেক ভারতীয়র বিশেষ পছন্দের।