আরো একবার গাড়ি বাজার কাপাতে আসছে টাটা ন্যানো! ইলেকট্রিক পাওয়ার স্টিয়ারি, সেন্ট্রাল লকিংসহ রয়েছে একাধিক ফিচার

ভারতের (India) গাড়ি বাজারে এখন প্রতিদিনই নতুন নতুন মডেল লঞ্চ করছে, আর এবার ইলেকট্রিক গাড়ি লঞ্চ করতে চলেছে টাটা ন্যানো (Tata Nano)। বলা হচ্ছে এই গাড়িটি আপামর জনগনের পকেটের কথা মাথায় রেখেই মার্কেটে আনা হচ্ছে। আসুন জেনে নেওয়া যাক এই গাড়িতে কি কি বিশেষ সুবিধা থাকতে চলেছে।

আরো পড়ুনঃ মাত্র কয়েক হাজার টাকা বিনিয়োগে আজ কয়েক কোটি টাকার ব্যবসা! জানেন কি সুগুনা ফুডসের এই অজানা কাহিনী…

গাড়িটিতে ইলেকট্রিক পাওয়ার স্টিয়ারিং, ফ্রন্ট পাওয়ার উইন্ডোজ, এয়ার কন্ডিশনার,  রিমোট কন্ট্রোল সেন্ট্রাল লকিং, টুয়েলভ ভি পাওয়ার সকেট, ব্লুটুথ, AUX-in এর মতো অনেক ফিচার পাওয়া যাবে। তবে মনে করা হচ্ছে আরো বেশ কিছু নতুন ফিচার যোগ করা হতে পারে। গাড়িটির মডেলটিও দারুণ দেখতে। সাদা রঙ ছাড়া আরো কয়েকটি রঙ মিলতে পারে বলে জানা গিয়েছে, তবে তার জন্য আরো কয়েক দিন অপেক্ষা করতে হবে।

Tata going to launch new nano car

এই ইলেকট্রিক গাড়িতে একটি শক্তিশালী পাওয়ার ট্রেন দেওয়া হবে।এই গাড়িটি সম্পূর্ণ চার্জে প্রায় তিনশো কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পাবে। এর সর্বোচ্চ গতি ঘন্টায় ৬০ থেকে ৭০ কিমি পর্যন্ত হতে পারে। এটি একটি ৭২ ভি পাওয়ার প্যাক পাবে। জানা গিয়েছে পুরোপুরি চার্জ হওয়ার পর এটি সরাসরি এমজি ধূমকেতুর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।  সব মিলিয়েই এটি একটি জবরদস্ত গাড়ি হতে চলেছে।  তবে এই গাড়ির দাম এখনো জানা যায়নি। মনে করা হচ্ছে মধ্যবিত্তদের কথা মাথায় রেখেই বাজেট ফ্রেন্ডলি দাম করা হবে। তাই মার্কেটে আসা না পর্যন্ত বলা সম্ভব নয়। তবে শোনা যাচ্ছে মাত্র ৫ লক্ষ টাকার মধ্যেই এই দাম হতে পারে।

Tata going to launch new nano car

আরো পড়ুনঃ মাত্র কয়েক হাজার টাকা বিনিয়োগে আজ কয়েক কোটি টাকার ব্যবসা! জানেন কি সুগুনা ফুডসের এই অজানা কাহিনী…

প্রসঙ্গত, আগের তুলনায় বাজারে এখন ইলেকট্রিক গাড়ির চাহিদা অনেকটাই বেড়েছে, এখন আবার ইলেকট্রিক বাইকের চাহিদাও বাড়ছে। তরুণদের পাশাপাশি বয়স্কদের মধ্যেও অনেকেই এই বাইক কেনার তালিকায় রয়েছেন। ঠিক তেমনটা ঘটছে চার চাকার ক্ষেত্রেও। তাই সে কথা মাথায় রেখেই টাটা ন্যানো (Tata Nano) নতুন এডিশন আনছে। অর্থাৎ ইলেকট্রিক গাড়িটি যে প্রত্যেকেরই পছন্দ হবে সেআর নতুন করে বলার অপেক্ষা রাখেনা।