ভারতীয় অর্থনীতিতে বড় পরিবর্তনের সম্ভাবনা! আগামী কয়েক বছরে এই কটি দেশকেও পিছনে ফেলবে ভারত

আর কয়েক বছরেই বিশ্ব অর্থনীতি (Economy) তে বড় জায়গা করে নিতে চলেছে ভারত (India), এক্ষেত্রে জার্মানি এবং জাপানকেও টেক্কা দেবে আমাদের দেশ। সম্প্রতি ব্রিটিশ এমপি লর্ড করণ বিলিমোরিয়া থেকে গোল্ডম্যান স্যাকস একাধিক সংস্থাই এই সম্ভাবনার কথা প্রকাশ্যে এনেছেন। ভারতের বর্তমান জিডিপি  প্রায় ৩.৫ ট্রিলিয়ন ডলার। সেখানে জাপান এবং জার্মানি অনেকটাই এগিয়ে রয়েছে।  আর এই তালিকায় প্রথম স্থানে রয়েছে আমেরিকা। যার জিডিপি ২৬ ট্রিলিয়ন ডলার।   এরপরের স্থানেই রয়েছে চিন, যার ২০ ট্রিলিয়ন ডলার জিডিপি আছে। এই তালিকায় চিন রয়েছে দ্বিতীয় স্থানে।

আরো পড়ুনঃ আরো একবার গাড়ি বাজার কাপাতে আসছে টাটা ন্যানো! ইলেকট্রিক পাওয়ার স্টিয়ারি, সেন্ট্রাল লকিংসহ রয়েছে একাধিক ফিচার

করোনা পরিস্থিতিতে ভারতের আর্থিক মন্দার সাক্ষী হয়ে থেকেছে গোটা ভারতবাসী। সেই সময় যেভাবে বিশ্ব বাজারে চাকরি এবং ব্যবসার মন্দা চলছিলো তাতে কার্যত চিন্তার ভাঁজ পড়েছিলো বহু ভারতীয়র কপালে। কিন্তু সেই পরিস্থিতি কাটিয়ে এখন অবস্থা অনেকটাই স্বাভাবিক হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে ভারতের জিডিপি বৃদ্ধির হার ৬.৫ শতাংশ হবে। যদিও ভারতের অর্থনীতিতে এখন ৬.৫ শতাংশ থেকে ৭.০ শতাংশ বৃদ্ধির হার খুবই স্বাভাবিক বিষয়। তবে এই একই সময়ে দাঁড়িয়ে বিশ্বের বেশ কিছু দেশ আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছে, কিন্তু তাঁর প্রভাব পড়বে না ভারতীয় বাজারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

india is going to take a big place in the world economy

এই বিষয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে যে এই বছর থেকে আগামী বছরের  প্রথম ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার হবে ৮.১ শতাংশ।  ২০২২ থেকে ২০২৭ সালের মধ্যে ভারতের অর্থনীতি (Economy) ১.৮ ট্রিলিয়ন ডলার বৃদ্ধি পাবে। একটি রিপোর্ট অনুযায়ী এসবিআই বলছে, ২০২৭ সালের মধ্যে বিশ্বব্যাপী জিডিপিতে ভারতের শেয়ার হবে ৪ শতাংশ।

india is going to take a big place in the world economy

আরো পড়ুনঃ হিন্দি ছবি তো দেখেন, কিন্তু জানেন কি এই বলি তারকাদের আসল নাম? রইল বলিউডের জনপ্রিয় সেলেবদের আসল নাম …

ভারতের জিডিপি গোল্ডম্যান স্যাকসও একটি সম্ভাবনা দেখছে। তাদের মত ২০৭৫ সালের মধ্যে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। এই নিরিখে ভারত নাকি ইউএসএকেও পেছনে ফেলে দেবে। এমনকি চিনকেও পেছনে ফেলার সম্ভাবনা রয়েছে ভারতের। তাই আগামী চার মাস ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়।