মধ্যবিত্তদের জন্য দারুণ খবর! কম খরচে বেশি মাইলেজ দেবে বাজাজের এই বাইক, রয়েছে আরো বিশেষ ফিচার

অগ্নিমূল্যের বাজারে এখন গাড়ি ভাড়াও বাড়ছে রোজই কিন্তু বাজারে( Market) সম্প্রতি এমন একটা বাইক এসেছে যা দামে কম, মাইলেজ বেশি বাজাজ প্ল্যাটিনা (Bajaj Platina 100)। খুব স্বল্প মূল্যে যাতায়াতের জন্য এই বাইকটি এখন দারুণ বিক্রি হচ্ছে। মূলত যারা কলেজ, অফিস যান তাদের জন্য এই বাইকটি দারুণ উপযোগী। কারণ বর্তমানে ডিজেল আর পেট্রোলের আকাশছোঁয়া দাম। যাতায়াতের জন্য ট্রেন, বাস বা ট্যাক্সিতে উঠলেই খসে যায় মোটা অঙ্কের টাকা। যার জেরে নিত্যযাত্রীদের চিন্তা দিন দিন বেড়েই চলেছে।  তাই অনেকেই খরচ বাঁচানোর জন্য এবং যাতায়াতের সুবিধার জন্য একটা নিজের গাড়ি রাখেন। চার চাকা ছাড়াও অনেকেই দুই চাকা চালাতে পছন্দ করেন। একদিকে সহজে যেকোনো জায়গায় পৌঁছে যাওয়া। অন্যদিকে কম খরচের জন্য বাইক এখন সবার প্রিয়।

আরো পড়ুনঃ ঠিক যেন ভূতুড়ে বাড়ি! একরের পর একর জমি নিয়ে দাঁড়িয়ে আছে চিনের এই সুবিশাল ভিলাগুলি, দেখলে চমে যাবেন আপনিও…

এই বাইকটিতে 102cc জ্বালানী সাশ্রয়ী DTS-i ইঞ্জিন রয়েছে। যেই কারণে এটি 7.9 Bhp শক্তি এবং 8.3 Nm টর্ক জেনারেট করে। ইঞ্জিনটি একটি 4-স্পীড গিয়ারবক্সের সাথে সংযুক্ত। এই বাইকটি এক লিটার পেট্রোলে সহজেই ৭৬ থেকে ৯০ কিলোমিটার মাইলেজ দিতে পারে। এই বাইকের একটি বিশেষ ফিচার হল, এটি একমাত্র ১১০ সিসি বাইক যার সাথে কোম্পানি ABS এর মত গুরুত্বপূর্ণ নিরাপত্তা বৈশিষ্ট্য দিয়েছে। এটিতে ১১ লিটারের একটি জ্বালানী ট্যাঙ্ক রয়েছে।

Bajaj Platina 100 budget friendly bike

সেই অনুযায়ী এই বাইকটি নিয়ে যদি এক  কিলোমিটার চালানো হয়ে তবে এর খরচ হয় মাত্র ১ টাকা ৩৩ পয়সা।  সব মিলিয়ে যদি হিসেব করে দেখা যায় এই গাড়ি কম খরচে বেশি মাইলেজ তো দেয়ই। অন্যান্য গাড়ির তুলনায় এই বাইকে যেতে রোজ যা খরচ পড়ে তার হিসেব করলে দাঁড়ায় মাসিক তিনশো টাকা। অবশ্য যদি কেউ ঘোরাঘুরির জন্য এই বাইক ব্যবহার করেন তাহলে তাঁর খরচ বাবদ টাকার পরিমাণ বাড়বে।

Bajaj Platina 100 budget friendly bike

আরো পড়ুনঃ সালমান-শাহরুখ নন! নব্বই-এর হিট ছবি করণ অর্জুনে এই অভিনেতাকেই আগেই অফার দিয়েছিলেন পরিচালক

এই গাড়িটি বর্তমান বাজারে খুব বিক্রি হচ্ছে। বাজাজ প্ল্যাটিনা (Bajaj Platina 100) র বাজারে দাম ৬৭,৮০০ থেকে শুরু হচ্ছে।