সালমান-শাহরুখ নন! নব্বই-এর হিট ছবি করণ অর্জুনে এই অভিনেতাকেই আগেই অফার দিয়েছিলেন পরিচালক

নব্বইয়ের দশকে বলিউডে (Bollywood) এমন কিছু ছবি মুক্তি পেয়েছিলো যা সর্বকালের সেরা, এরমধ্যে করণ অর্জুন (Karan Arjun) ছবিটি বিশেষভাবে প্রশংসিত। এই ছবিতেই দুই খান একসাথে রুপোলী পর্দায় একটি দারুণ জুটি তৈরি করেছিলেন, বলিউডের কিং শাহরুখ খান এবং সল্লু ভাই সালমান খান। এখান থেকেই তাঁদের বলিউড যাত্রা আরো মসৃণ হয়ে ওঠে। ছবিটির মাধ্যমে দুই ভাইয়ের একটি অটুট বন্ধনের গল্প আমাদের সামনে তুলে ধরা হয়। এরপরেই এই তারকাদের নিয়ে বলিউডে বেশ কয়েকটি ছবিই তৈরি হয়েছে।
একটি কুছ কুছ হোতা হে, অন্যটি হাম তুমহারে হে সনম। আর সম্প্রতি এই দুই তারকাকে আমরা পাঠান ছবিতেও দেখেছি। তবে আপনি কি জানেন এই দুই তারকার আগে অন্য এক তারকাকে এই ছবির চরিত্রের জন্য বেছে নেওয়া হয়েছিলো। ভাবছেন কে তিনি? তিনি হলেন আমাদের সবার প্রিয় অভিনেতা সানি দেওল।
বিগত কয়েক বছর ধরে তিনি বলিউডে একাধিক হিট ছবি দিয়ে এসেছেন। তাই করণ অর্জুন (Karan Arjun) ছবিতেও তাঁকে কাস্ট করার সিদ্ধান্ত নিয়েছিলেন এই ছবির পরিচালক। আর তাঁর ভাইয়ের চরিত্রে নিতে চেয়েছিলেন সানি দেওলের ভাই ববি দেওলকে।
আরো পড়ুনঃএই না হল বিয়ে! ৩৫ হাজার ফুট উঁচুতে ফ্লাইটে করে নাচতে নাচতে বরযাত্রী যাচ্ছে বউ আনতে
কিন্তু সানি এই সিনেমার গল্প শুনেও কাজ করতে না জানিয়ে দেন। প্রথমে সানি ভেবেছিলেন যে তাঁর ভাইয়ের চরিত্রে অন্য কাউকে নেওয়া হবে। কিন্তু পরে যখন জানতে পারে ববিকে নেওয়া হচ্ছে তিনি না বলে দেন। কারণ ববি তখন সদ্য বলিউডে পা রাখবে। তাই সানি কখনোই চায়নি তাঁর জন্য ভাইয়ের কেরিয়ার খারাপ হোক। অর্থাৎ বড় পর্দায় ববিই একক নায়ক হিসেবে কাজ করুক এমনটাই চেয়েছিলো সানি। অবশ্য অন্যদিকে তখন ববি বলিউডে আরেকটি হিট ছবি বারসাত-এর শুটিং করছিলেন। এরপরেই পরিচালক শাহরুখ এবং সালমানকেই এই ছবির জন্য বাছাই করে নেন। বলা হয় সানি যদি সেদিন এই ছবিতে কাজ করার জন্য আপত্তি না জানাতো তাহলে সালমান আর শাহরুখ আজএতো জনপ্রিয় হতোনা।