ঠিক যেন ভূতুড়ে বাড়ি! একরের পর একর জমি নিয়ে দাঁড়িয়ে আছে চিনের এই সুবিশাল ভিলাগুলি, দেখলে চমে যাবেন আপনিও…

চীন (China) নিয়ে সারা বিশ্বের (World) জল্পনা কল্পনার শেষ নেই, মাঝেমাঝেই এই দেশ সম্পর্কে এমনকিছু তথ্য প্রকাশ্যে আসে যা আমাদের সবাইকেই অবাক করে। ঠিক সম্প্রতি এরকমই একটা অদ্ভুত ঘটনা জানা গিয়েছে, যেখানে দেখা যাচ্ছে বেশকিছু বড় বড়  প্রাসাদ ধ্বংসস্তূপের মতো পড়ে আছে। সেখানে কাউকে বসবাস করতে দেখা যায় না। এমনকি দিনের পর দিন এইভাবে ফাঁকা ইমারতগুলি ক্রমেই ভূতুড়ে বাড়ির আকার নিচ্ছে। কিন্তু এই বাড়িগুলির এমন দশা হল কেন? জানেন না অনেকেই। তাহলে আসুন জেনে নি আসল রহস্য। 

আরো পড়ুনঃ এই না হল বিয়ে! ৩৫ হাজার ফুট উঁচুতে ফ্লাইটে করে নাচতে নাচতে বরযাত্রী যাচ্ছে বউ‌ আনতে

এটি চীন (China) র উত্তর-পূর্ব প্রদেশের গ্রীনল্যান্ডের লিয়াওনিংয়ে দেশের বৃহত্তম বিলিয়নেয়ারদের জন্য ২৬০ ভিলার স্টেট গেস্ট ম্যানশন। যেই প্রকল্পটি শুরু হওয়ার বেশ কয়েক বছরের মাথায় কাজ বন্ধ হয়ে যায়। ফলত এই জায়গায় আর জনবসতি গড়ে উঠতে পারেনি।  ২০১০ সালে এই প্রজেক্টটি শুরু হয়েছিলো এর ঠিক দুই বছরের মাথায় কাজ বন্ধ হয়ে যায়। অনেকেই বলেনযে বাজেটের অভাব থাকার জন্য এবং ক্রেতাদের অমিল থাকার কারণেই এই প্রজেক্ট বন্ধ হয়ে যায়।

Old buildings in china

কিন্তু আজ অব্দি এর সঠিক কারণ কেউই জানতে পারেন নি।  তবে বেশ কয়েক বছর এই এলাকা খালি থাকার পর এখন এটি কৃষকদের দখলে চলে গেছে। তারা এখানে  চাষাবাদ করে এবং এই জায়গায় তাদের পশু পালন করে।  এই ধংসপ্রাপ্ত ভিলাগুলি আজও এভাবে রয়েগেছে যা দেখে অনেকটা ভূতুড়ে বাড়িই মনে হবে।

Old buildings in china

আরো পড়ুনঃকুমিরের ভিড় ফাঁকি, নাকের নিচ থেকে বেরিয়ে এল মোরগ! পরাজিত মৃত্যু

কিন্তু এখন গবাদি পশু আর মানুষের আনাগোনা থাকার জন্য কেউ তেমনভাবে এই ভিলাগুলি নিয়ে ভয় পান না। বলা হয় এভারগ্রেডের রিয়েল এস্টেট জায়ান্টরা এ ধরনের অনেক উন্নয়ন প্রকল্প আটকে রেখেছে। এছাড়াও শোনা যায় যে  ২০২২ সালে এভারগ্রেডের তিনশো মিলিয়ন ডলারের বেশি ঋণ ছিল। তবে শেষপর্যন্ত এই ভিলাগুলির কি পরিণতি হবে তা এখনো জানা যায়নি। ভিলাগুলি এতো সুবিশাল এবং বড় জায়গা নিয়ে তৈরি। তা দেখে মনে হতে পারে এটি হলিউডের কোনো রাজপ্রাসাদ বা সুবিশাল বাড়ির একএকটা সেট।