এখন দাম প্রায় ২ লক্ষ টাকা, ১৯৮৬ সালে Royal Enfield Bullet-র দাম দেখলে চমকে যাবেন! দেখে নিন ভাইরাল বিল

বর্তমান যুব সমাজের কাছে বাইক অন্যতম পছন্দের একটি যান। বাইক কিংবা স্কুটি নেই, এমন যুবক কিংবা যুবতী বোধ করি খুঁজে পাওয়া মুশকিল। আর বাইকের মধ্যে সর্বকালে সেরা যদি কোন বাইক ধরা হয়, তা হল রয়্যাল এনফিল্ড (Royal Enfield Bullet)। শুধুমাত্র বর্তমান যুব সমাজের কাছেই নয়, প্রতিটি বাইক প্রেমী মানুষের স্বপ্ন হল রয়্যাল এনফিল্ড।

তবে সাধ থাকলেও, সকলের সাধ্য হয় না এই রয়্যাল এনফিল্ড বাইক কেনার। তবে সম্প্রতি দিনে স্যোশাল মিডিয়ায় রয়্যাল এনফিল্ডের একটি বিল ভাইরাল হয়েছে ব্যাপক পরিমাণে। যেখানে দেখা গিয়েছে, খুবই সস্তায় পাওয়া যাচ্ছে এই বাইক। যদিও সেই বিলে সময়টা লেখা ছিল ১৯৮৬ সাল।

img 20230309 203828

এই বিল দেখেই বোঝা যাচ্ছ, আগের দিনের মত করে, বর্তমান সময়েও সমান জনপ্রিয়তা বজায় রেখেছে এই বাইকটি। তবে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই বাইকের বিভিন্ন মডেল বাজারে এনেছে কোম্পানি। তবে পরিবর্তন হয়েছে শুধুমাত্র দামের।

img 20230309 203740

বিলটি দেখলে বোঝা যায়, ১৯৮৬ সালে রয়্যাল এনফিল্ড বুলেট 350 সিসি মডেলের দাম ছিল মাত্র ১৮৭০০ টাকা। কিন্তু বর্তমান সময়ে এই মডেলের দাম পড়ছে প্রায় ১৮০০০০ টাকা। যা সাধারণ মধ্যবিত্ত মানুষের ধরা ছোঁয়ার বাইরে। ভাইরাল হওয়া ছবিটি দেখে বোঝা যাচ্ছে, ভারতের ঝাড়খন্ড রাজ্যে অবস্থিত সন্দীপ অটো কোম্পানির থেকে এই বাইকটি কেনা হয়েছিল।

img 20230309 203840

জানিয়ে রাখি, প্রথমে এই বাইকের নাম ছিল এনফিল্ড বুলেট। পরবর্তীতে সেই নামের পরিবর্তন করে রাখা হয়েছে রয়্যাল এনফিল্ড। Royal Enfield বর্তমানে 350cc এবং 500cc ইঞ্জিন সহ শুধুমাত্র দুই চাকার গাড়ি তৈরি করে।