স্বাধীনতার পূর্বে টাকা নাকি ডলার, কে ছিল এগিয়ে? জেনে নিন বিস্তারিত

ভারতে জিনিসপত্র কেনাবেচার প্রধান মাধ্যম হল টাকা (Rupee)। প্রাচীনকালে বিভিন্ন জিনিসের বিনিময়ে কেনাবেচা হলেও, বর্তমানে মুদ্রা অর্থাৎ টাকাই হল ভারতের প্রধান বিনিময়ের উৎস। তবে জানলে অবাক হবেন, একটা সময় এই টাকার দাম এতোটাই ছিল, যা ডলারের (dollar) থেকেও অনেক বেশি ছিল। কিন্তু আজকের দিনে ডলার এগিয়ে গেলেও, টাকা অনেক পেছনে পড়ে গিয়েছে।

জানলে অবাক হলেন, স্বাধীনতার সময়কালে ভারতের উপর কোনরকন ঋণের বোঝা ছিল না। তবে বর্তমান ভারতের মাথায় রয়েছে মোটা অংকের ঋণ। ১৯১৭ সালে ভারতের এক টাকার সমান ছিল ১৩ ডোলার। যা দেখে বোঝা যাচ্ছে, ডলার অপেক্ষা টাকার দাম ছিল অনেক বেশি।

img 20230309 203249

তবে এখন সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ডলারের দাম অনেক বেড়ে গেলেও, টাকার মূল্য অনেকটাই কমে গিয়েছে। ১৯৪৭ সালের পূর্বে অর্থাৎ ভারত স্বাধীনতা লাভের আগে পাউন্ডের সঙ্গে তুলনা করে পরিমাপ করা হত ভারতীয় মুদ্রাকে। তবে মার্কিন ডলারকে বেঞ্চমার্ক মুদ্রা হিসাবে বিবেচনা করে স্বাধীনতার পর থেকে শুরু হয় ডলারের সঙ্গে পরিমাপ করা।

সেই সময় অর্থাৎ ১৯৪৭ সালে এক ডলারের সমান ভারতীয় মুদ্রা ছিল ৪.১৬ টাকা। ১৯৫০ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত সময়ে এই পরিমাণ কিছুটা বেড়ে দাঁড়িয়েছিল ৪.৭৬ টাকা। তবে বর্তমান সময়ে এই পরিমাণ দাঁড়িয়েছে ৮২ টাকা বা ৮৩ টাকায়। অর্থাৎ বর্তমান সময়ে এক ডলার সমান ৮২ টাকা বা ৮৩ টাকা।

img 20230309 203111

১৯৬২ সালে ভারত চীন যুদ্ধ, ১৯৬৫ সালে ভারত পাকিস্তান যুদ্ধ, ১৯৬৬ সালে খরা বিভিন্ন কারণে এরপর থেকেই কমতে শুরু করে ভারতীয় মুদ্রার পরিমাণ। যার ফলে এখন ভারতীয় মুদ্রার দাম অনেকটাই কমে গিয়েছে। ২০১৪ সালে ৬৩ টাকা সমান এক ডলার হলেও, এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে ৮২ থেকে ৮৩ টাকায়।