মাত্র ৩৩২৩৫ টাকায় দুর্দান্ত এক এসি নিয়ে এল Xiaomi, বিদ্যুৎ সাশ্রয় হবে ক্রেতার

বর্তমান সময়ে যেহারে গরম পড়ছে, তাতে করে নাজেহাল হয়ে পড়ছে মানুষজন। বেশিরভাগ সময়টাই এসির (air conditioner) মধ্যে থাকতে চাইছেন সকলেই। সেই কারণে এই সময় এসিও বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে। এই সময় Xiaomi-র স্মার্ট ইকোলজি ব্র্যান্ড MIJIA, Mijia Air Conditioner জায়ান্ট পাওয়ার সেভিং 2 নামক একটি নতুন এয়ার কন্ডিশনার বাজারে নিয়ে এসেছে।

জানা গিয়েছে, চীনের বাজারে বিক্রি হওয়া এই এসি ২০-৩০ স্কোয়্যার মিটারের ঘরের জন্য আদর্শ। তবে এটি এখন ভারতে পাওয়া যাচ্ছে না। তবে ভারতীয় মুদ্রায় দাম হতে পারে প্রায় ৩৩২৩৫ টাকা। থার্ড লেভেল স্ট্যান্ডার্ডের তুলনায় প্রতি বছর 200W ইলেকট্রিসিটি বাঁচাবে এই নতুন ফার্স্ট-লেভেল এনার্জি এফিসিয়েন্সি স্ট্যান্ডার্ড।

img 20230418 133800

বড় ডায়ামিটার উইন্ড হুইল প্রযুক্তি এবং ফুল DC ইনভার্টার সিস্টেম ডিজাইন সহ এই এসি অল্প সময়েই ঘর ঠান্ডা করে দিতে পারবে। হাই-এফিসিয়েন্সি ডিসিপেশন প্রযুক্তির সঙ্গে যুক্ত এই এসি উচ্চ-মানের হার্ডওয়্যার কনফিগারেশন অ্যাপ্ট করে।

জানিয়ে রাখি, Xiaomi-র এই নতুন Mijia Air Conditioner জায়ান্ট পাওয়ার সেভিং 2-এ অদৃশ্য দূষণ মুহূর্তেই সরিয়ে দেওয়ার ক্ষমতা সম্পন্ন হাই-টেম্পারেচর সেলফ ক্লিনিং ক্ষমতা রয়েছে। আবার উচ্চ-তাপমাত্রার ড্রায়িং প্রযুক্তির সাহায্যে এটি লেয়ার বাই লেয়ার পরিষ্কার করার পাশাপাশি ব্যাকিটিরিয়াও দূর করতেও সাহায্য করে।

img 20230418 134404

সেইসঙ্গে রয়েছে বিল্ট-ইন স্মার্ট রিমাইন্ডার ফাংশন, যা নোংরা পরিষ্কার করতে সাহায্য করবে। আটকে থাকা ফিল্টার স্ক্রিন ব্যবহারকারীকে বুদ্ধিমত্তার সঙ্গে তা পরিষ্কার করার কথা মনে করিয়ে দেবে। MIJIA অ্যাপের সাহায্যে এই এয়ার কন্ডিশনারটি লিঙ্ক করতে পারেন।