অদ্ভূত শখ! ১৮ লক্ষ টাকা খরচ করে নিজেকে নেকড়ে বানালেন এই ব্যাক্তি

১৮ লক্ষ টাকা খরচ করে নিজেকে নেকড়ে

নানা সময় মানুষ মানুষকে বিনোদন দেওয়ার জন্য বিভিন্ন পশুর পোশাক পরে থাকেন। গো অ্যাস ইউ লাইক খেলাতেও নানা পশুর বেশ ধারণ করতে দেখা যায়। সম্প্রতি এমনই একটি খবর সামনে এসেছে। যেখানে এক ব্যাক্তি বহু অর্থ খরচ করে নেকড়ের পোশাক (Wolf’s Clothing) বানিয়ে পড়লেন। তা দেখে সকলে অবাক। চলুন বিস্তারিত জেনে নিন।

Wolf

ঘটনাটি জাপানের (Japan)। সম্প্রতি একটি ভিডিও প্রকাশ (Video Viral) পেয়েছে। যেখানে জাপানের এক ব্যাক্তিকে নেকড়ের পোশাকে দেখা যাচ্ছে। পোশাকের মূল্য ও পড়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে ওই ভিডিওটিতে। তবে নিজের পরিচয় গোপন রেখেছেন ওই ব্যক্তি। প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ব্যাক্তিটি নিজের রূপ পরিবর্তন করার জন্য স্পেশাল ইফেক্ট ওয়ার্কশপ জেপেটের ((Special Effects Workshop Zepet) সঙ্গে যোগাযোগ করেছিল। এরপরই তিনি একটি নেকড়ের পোশাক বানানোর পরিকল্পনা করেন।

অতি বাস্তববাদী এই নেকড়ের পোশাক বানাতে বাক্তিটির খরচ হয়েছে ১৮ লক্ষ টাকার বেশি। তৈরি করা পোশাক পরে তিনি নিজে বেশ অবাক হয়ে গিয়েছিলেন। আসে পাশের লোকেরাও বেশ অবাক হয়েছিলেন। পোশাকটি পরে ওই বাক্তিটিকে সত্যিকারের নেকড়ের মতো দেখতে লাগছিলো। তিনি পোশাকটি যেমন কল্পনা করেছিলেন, ঠিক তেমন ভাবেই তৈরি করা হয়েছে এটি।

Wolf's

একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, জাপানের এই ব্যাক্তিটি এই প্রথম যে নেকড়ের পোশাক পড়লেন তা কিন্তু নয়। এর আগেও তিনি কুকুরের পোশাক পড়েছিলেন। আসলে তিনি খুবই পশু প্রেমী। ছোট থেকেই তিনি এ গুলি পছন্দ করতেন। যে কারণে তিনি নিজেকে পশু-প্রাণীদের মতো করে সাজিয়ে তুলতে পছন্দ করেন।