নতুন বছরে গ্রাহকদের আনন্দকে দ্বিগুণ করতে, LIC-এর সাথে যুক্ত হতে চলেছে এই ৪ টি সরকারি বীমা সংস্থা

LIC-এর সাথে যুক্ত হতে চলেছে এই ৪ টি সরকারি বীমা

নরেন্দ্র মোদি (Narendra Modi) প্রধানমন্ত্রী হয়ে আসার পর দেশের বেশ কিছু সরকারি সংস্থার বেসরকারিকরণ চালু হয়েছে। একের পর এক সরকারি সংস্থা (Goverment Sector) গিয়েছে বেসরকারি সংস্থার হাতে। এরপর শুরু হয়েছে সরকারি সংস্থা সংযুক্তিকরণের কাজ। এর মাধ্যমে দেশের বেশ কয়েকটি সরকারি সংস্থাকে ভারতীয় জীবন বীমা সংস্থার (Life Insurance Corporation of India) সঙ্গে সংযুক্তিকরণ করা হবে। এমনই তথ্য উঠে আসলো। চলুন বিস্তারিত জেনে নিন।


LIC

কেন্দ্রীয় সরকার বীমা আইন ১৯৩৮ ও বীমা নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ আইন ১৯৯৯ সংশোধন করে নতুন আইন আনবে। এ নিয়ে পার্লামেন্টে প্রস্তাবও রাখা হয়েছে। এই প্রস্তাব এই দুই আইনের সংশোধন করে ভারতের জীবন বীমা কর্পোরেশনের সঙ্গে চারটি সরকারি সাধারণ বীমা সংস্থাগুলিকে যুক্ত করা হবে। বীমা সংস্থাগুলির কর্মচারীরাও এ বিষয়ে দাবি জানিয়েছে।

এই সংশোধনীতে বলা হয়েছে, দেশে একটি মাত্রই স্বীকৃত কোম্পানি থাকবে। যারা দেশের লাইফ নন-লাইফ বিমা পলিসি বিক্রি করবে। অন্যদিকে এর সঙ্গে অন্য একটি এগ্রিকালচারাল ইন্স্যুরেন্স কোম্পানিকেও সংযুক্ত করা হবে বলে জানা যাচ্ছে। সরকার চারটি নন-লাইফ কোম্পানিকে এলআইসির সঙ্গে সংযুক্ত করবে। এর মধ্যে রয়েছে ন্যাশনাল ইন্স্যুরেন্স (National Insurance), নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স (New India Insurance), দ্য ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স (The Oriental Insurance) এবং ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি (United India Insurance Company)।

LIC policy

একটি সাংবাদসংস্থা আইএএনএসকে এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, “অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগেই ঘোষণা করেছিলেন যে কৌশলগত খাতের ক্ষেত্রে, চারটি পাবলিক সেক্টর ইউনিট থাকতে পারে এবং অ-কৌশলগত খাতের ক্ষেত্রে, শুধুমাত্র একটি সরকারী মালিকানাধীন ইউনিট থাকবে।” সেই কথা মতোই দেশের অন্যতম বীমা সংস্থা এলআইসির সঙ্গে যুক্ত করা হবে দেশের চারটি সাধারণ বীমা সংস্থাকে।

LIC office