রাস্তায় চলন্ত সাইকেল, বাইকের পেছনে কেন তাড়া করে কুকুর? জেনে নিন আসল কারণ

চলার পথে এমন অনেক জিনিসই দেখা যায়, যার কোন কারণ ব্যাখ্যা করা সম্ভব হয় না। আবার এমন কিছু ঘটনা থাকে, যার কারণ জানার পর তা খুবই হাস্যকর হয়ে যায়। রাস্তায় অনেক সময় দেখা যায় সাইকেল বা বাইকের পেছনে দেখা যায় কুকুর (dog) তাড়া করে থাকে। কিন্তু জানেন কি কেন এমনটা হয়?

রাস্তা ঘাটে অনেক সময় এমন ঘটনা আমাদের সামনে ঘটতে দেখা যায়, যেখানে দেখা যায় চলন্ত সাইকেল কিংবা বাইকের পেছনে কুকুর দৌড়ে যাচ্ছে। কিন্তু এই বিষয় সম্পর্কে হাতে গোনা কয়েকজন জানলেও, বেশিরভাগ মানুষের কাছেই অজানা রয়েছে। এবার জেনে নিন এই ঘটনার আসল কারণ।

img 20230307 154935

আসল বিষয়টা হল, কুকুর আপনাকে তাড়া করেনি, সে তাড়া করেছে আপনার বাহনকে। অর্থাৎ, সাইকেল কিংবা বাইকের গন্ধটাকে তাড়া করে কুকুর। অনেক সময় দেখে থাকবেন, সাইকেল, বাইক কিংবা চারচাকার টায়ারে কুকুর প্রস্রাব করে থাকে। আর সেই গাড়ি নিয়ে আপনি যখন রাস্তায় বের হন, গাড়ির টায়ারে লেগে থাকা কুকুরের প্রস্রাবের সেই গন্ধে অন্য কুকুর আকৃষ্ট হয়ে, সেই গাড়ির পেছনে পেছনে দৌড়াতে থাকে।

img 20230307 154914

অর্থাৎ এক পাড়ার কুকুরের প্রস্রাবের গন্ধ অন্য পাড়ার কুকুরের নাকে গেলে, সেই কুকুর রাস্তায় চলা যানবাহনের পেছনে দৌড়াতে শুরু করে। আর এই ঘটনা যে ব্যক্তির সঙ্গে হয়ে থাকে, সেই ব্যক্তি ধারণা করেন কুকুরটি তাঁর পেছনে ধাওয়া করেছে। সেই কারণে ভয়ে অনেক সময় চালকের হাত কেঁপে গিয়ে দুর্ঘটনাও ঘটতে দেখা যায়।