দিতেন না পুঁথিগত শিক্ষার পাঠ, ছেলে মুকেশ আম্বানির জন্য এমনই এক শিক্ষক রেখেছিলেন বাবা ধিরুভাই আম্বানি

বিশ্বের একজন বিশিষ্ট শিল্পপতি হলেন মুকেশ আম্বানি (mukesh ambani)। বাবা ধিরুভাই আম্বানির ব্যবসাকে উচ্চতায় নিয়ে যাওয়ার পেছনে মুকেশ আম্বানির অনেক পরিশ্রম রয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে, গোটা বিশ্বে তাঁর মত শিল্পপতি খুব কমই দেখা যায়। এত বড় একজন ব্যবসায়ী হয়েও খুব সাধারণ ভাবেই জীবন যাপন করতে দেখা যায় মুকেশ আম্বানিকে।

মুকেশ আম্বানির ব্যবসা থেকে শুরু করে তাঁর বাড়ি অ্যান্টিলিয়া, এমনকি তাঁর পরিবারের সদস্যরাও মাঝে মধ্যে চর্চার কারণ হয়ে দাঁড়ান। তবে এবার চর্চার কেন্দ্রবিন্দু মুকেশ আম্বানি নিজেই। শুধু তিনি একা নন, তাঁর সঙ্গে রয়েছেন তাঁর একজন গৃহশিক্ষকও। যিনি কিনা, পুঁথিগত শিক্ষা নয়, বাহ্যিক শিক্ষায় শিক্ষিত করেছিলেন মুকেশ আম্বানিকে।

img 20230307 102100

ছেলের জন্য একজন শিক্ষকের বিজ্ঞাপন দিয়েছিলেন মুকেশ আম্বানির বাবা ধিরুভাই আম্বানি। তবে এই শিক্ষক চাই-র বিজ্ঞাপনে লেখা ছিল, এমন একজন শিক্ষককে প্রয়োজন, যিনি কিনা স্কুলের পড়াশুনা না করিয়ে বাকি বিষয়ে শিক্ষা দেবেন। অর্থাৎ স্কুলের বাঁধা ধরা শিক্ষার বাইরে বেরিয়ে ছেলেকে সাধারণ জ্ঞানের পাঠ দিতে চেয়েছিলেন মুকেশ আম্বানি।

বিজ্ঞাপন দেওয়ার পর অনেক কষ্টে একজন শিক্ষককে বেছে নেন ধিরুভাই আম্বানি। সেই শিক্ষক ছিলেন মহেন্দ্রভাই। ধিরুভাই আম্বানি নিজে মাধ্যমিক পাশ হলেও, ছেলেদের উচ্চশিক্ষিত করতে চেয়েছিলেন। এই শিক্ষক মহেন্দ্রভাই, মুকেশ আম্বানিকে স্কুলের পরাশুনার বাইরে বেরিয়ে সাধারণ জ্ঞানের শিক্ষা দিতেন।

img 20230307 102046

ধারণা করা হয়, সেদিন বাবা ধিরুভাই আম্বানির এমন সিদ্ধান্তের কারণেই, আজকের দিনে বাবার ব্যবসাকে অনেক উচ্চতায় নিয়ে যেতে পেরেছেন মুকেশ আম্বানি। সেই কারণেই ৮৬.৪ বিলিয়ন ডলার নিয়ে বিশ্বের শিল্পপতিদের তালিকায় অষ্টম স্থানে রয়েছেন মুকেশ আম্বানি।