‘অ্যান্টিলিয়া’র আগে ঠিক কোথায় থাকতেন আম্বানি পরিবার? জেনে নিন মুকেশ আম্বানির পূর্বের ঠিকানা

ভারত তথা বিশ্বের ধনকুবেরদের তালিকায় প্রথম সারিতেই নাম দেখা যায় বিশিষ্ট শিল্পপতি মুকেশ আম্বানির (mukesh ambani)। শুধুমাত্র মুকেশ আম্বানিই নয়, সেইসঙ্গে তাঁর পরিবারের সদস্যরাও মাঝে মধ্যেই উঠে আসেন সংবাদ শিরোনামে। যার ফলে প্রায় সময়ই আম্বানিদের নামে কম বেশি আলোচনা হতেই থাকে।

এই মুহুর্তে মুম্বাইয়ের ‘অ্যান্টিলিয়া’ (Antilia)তে স্বপরিবারে থাকেন মুকেশ আম্বানি। আম্বানিদের এই বাড়িই বর্তমান সময়ে সবথেকে বেশি দামী। তবে জানেন কি এই বাড়িতে থাকার আগে, ঠিক কোথায় থাকতেন আম্বানিরা? অর্থাৎ আম্বানি পরিবার ঠিক কোথায় থাকতেন এর আগে?

img 20230327 175838

জানিয়ে রাখি, ১৯৬০ এবং ১৯৭০ এর দশকে নিতান্তই সাধারণ মানুষের মত পোড়ো বাড়িতে থাকতেন রিলায়েন্সের প্রতিষ্ঠাতা অর্থাৎ ধীরুভাই আম্বানি। বর্তমানে যেটি ভ্যানিলা হাউস নামে পরিচিত, সেই ভুলেশ্বরের জয় হিন্দ এস্টেটের একটি দুই কামরার বাড়িতে থাকতেন কেরিয়ারের শুরুতে।

এরপর ধীরে ধীরে ব্যবসা বাড়তে থাকলে, জীবনে উন্নতিও আসতে থাকে আম্বানি পরিবারের। বাড়তে থাকে সংসার, বাড়তে থাকে পরিবারে মানুষের সংখ্যা। এইভাবে ব্যবসায় সাফল্য অর্জন করে কারমাইকেল রোডের ঊষা কিরণ সোসাইটিতে থাকতে শুরু করে আম্বানি পরিবার।

img 20230327 175849

এই সোসাইটিতে খুব সামান্য দিনই ছিল আম্বানি পরিবার। এখান থেকে তাঁরা চলে যান সিউইন্ডের কোলাবা অ্যাপার্টমেন্টে। এখানে থাকাকালীন দুই ভাই অর্থাৎ অনীল আম্বানি এবং মুকেশ আম্বানির মধ্যে মতপার্থক্য হওয়ায় তাঁরা আলাদা হয়ে যান। সেখান থেকে আলাদা হয়েই মুম্বাইয়ের ‘অ্যান্টিলিয়া’তে থাকতে শুরু করেন মুকেশ আম্বানি। আর সেখানেই তাঁর সঙ্গে থাকে তাঁর গোটা পরিবার।