এসি কিনতে গেলেই প্রথমেই শুনতে হয় ‘কত টনের কিনবেন’? জেনে নিন কি এই ‘টন’

শীত পেরিয়ে বসন্ত শেষে গ্রীষ্ম আপনার খড়খড়ি নয় সোজা দরজা দিয়ে প্রবেশের তোরজোড় করছে। এই সময় সারাদিনের কাজ সেরে বাইরের গরম পেরিয়ে ঘরে ফিরতে না ফিরতেই গরমে নাজেহাল অবস্থা হয়ে যায় মানুষজনের। সেইজন্য একমাত্র ভরসা হল এসি (air conditioner)।

এসি চালানোর সঙ্গে সঙ্গেই পাহাড়ের সমস্ত ঠাণ্ডা এসে জড়ো হয় আপনার ঘরের মধ্যে। বাইরের প্রখর রোদের তাপের মধ্যেও ঘরের এই কৃত্রিম ঠান্ডার জন্য এই গরমে মুহূর্মুহু বিক্রি হয় এসি। যার ফলে একদিকে যেমন এই গরমে বিক্রেতার মাথা ঠান্ডা থাকে, তেমনই ঠান্ডা থাকে ক্রেতার ঘর।

img 20230327 175552

তবে যাদের বাড়িতে এসি রয়েছে, তাঁরা নিশ্চয়ই এক টন, দুই টন- এসমস্ত শব্দের সঙ্গে পরিচিত আছেন। তবে এই সমস্ত শব্দগুলো শুনলেও, জানেন কি এর অর্থ কি? আসুন জেনে নিন।

অনেক সময় দোকানে নতুন এসি কিনতে গেলে, বিক্রেতা জিজ্ঞেস করেন কত টনের এসি লাগবে? সেই সময় হঠাৎ করে ঘাবড়ে গিয়ে এই টনকে আবার এসির ওজন ভেবে ভুল করবেন না কিন্তু। আসলে এই টন হল, এসির ঠান্ডা করার ক্ষমতা। অর্থাৎ এক ঘণ্টায় এয়ার কন্ডিশনার দ্বারা উত্তোলিত তাপের পরিমাণই হল টন।

img 20230327 175602

এবার আপনার ঘর বুঝে আপনি এক, দেড় কিংবা দু টনের এসি কিনে নিয়ে আসতে পারেন আপনার বাড়ির জন্য। আর এই গরম এসেই এসি চালিয়ে বাইরের উষ্ণ পরিবেশ থেকে নিজের শরীরকে কিছুটা স্বস্তি দিতে পারবেন। জানিয়ে রাখি, বিশেষজ্ঞরা জানান, জলকে বরফে রূপান্তরিত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, তাঁকেই টন বলা হয়।