আনফিট গাড়ি নিয়ে বড়ো ঘোষণা রাজ্যের, নেওয়া হবে এমন পদক্ষেপ

আনফিট গাড়ি নিয়ে বড়ো ঘোষণা রাজ্যের

ভারতের বিভিন্ন রাজ্যের বাড়ছে দুচাকা এবং চার চাকা গাড়ির সংখ্যা। একই ভাবে বাড়ছে আমাদের রাজ্য তথা পশ্চিমবঙ্গের যানবাহন সংখ্যাও। আর এতে করে বাড়ছে দুর্ঘটনার সংখ্যাও। প্রতিদিন খবর শুনলেই উঠে আসে দুর্ঘটনার খবর। বিশেষ করে শহরাঞ্চলে যানবাহন ছাড়া মানুষ বের হয় না। আর যানবাহনের সংখ্যা বাড়ার ফলে সরকারও নানা পদক্ষেপের মাধ্যমে নজরদারি চালাচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার (Govt. Of West Bengal) এমনই এক নয়া নিয়ম আনলো। চলুন বিস্তারিত জেনে নিন।

Kolkata

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে বেশি সংখ্যক যানবাহন আনফিট। এমনই তথ্য উঠে এসেছে এক রিপোর্টে। এবার পশ্চিমবঙ্গ সরকার এই সকল আনফিট যানবাহনের (Unfit Vehicle) বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে। এ বিষয়ে রাজ্য পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (Transport Minister if WB Snehasish chakraborty) কড়া ব্যাবস্থা গ্রহণের বার্তা দিয়েছেন। একটি রিপোর্টে উঠে এসেছে যে, এই আনফিট যানবাহনের সংখ্যা মোট যানবাহনের প্রায় ৬৫ শতাংশ।

এই সকল আনফিট যানবাহন গাড়ির মধ্যে রয়েছে পণ্যবাহী গাড়ি, ছোট গাড়ি সহ অনেক বাসও। এবার এই সকল আনফিট গাড়ির উপর সরকার নজরদারি চালাবে এবং কড়া ব্যবস্থাও গ্রহণ করবে। এ বিষয়ে পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী আরো জানান যে, টেকনিক্যাল ভাবে এই নজরদারি চলবে। পাশাপাশি নন-ট্যাকনিক্যাল ভাবে অর্থাৎ ইন্সপেক্টদের রাস্তায় নেমে গাড়ি চেকিং করতে হবে।

Transport

রাজ্যে যে সকল আনফিট গাড়ি চলাচল করবে তাদের ক্ষেত্রে কড়া ব্যাবস্থা নেওয়া হবে। কাটা হবে চালানও। মূলত দুর্ঘটনা এড়াতে এমন পদক্ষেপ। শুধু তাই নয় অনেক পুলকারও রয়েছে আনফিট যানবাহনের তালিকায়। এই গাড়িগুলি একটু বেশি গতিতে চলাচল করে। তাদের কাছে নেই ফিট সার্টিফিকেট। যদিও এ বিষয়টি মানতে নারাজ পুলকারের চালকরা। তাদের বক্তব্য গাড়ি ফিট সার্টিফিকেট (Fit Certificate) নিয়েই রাস্তায় নামে।