ভারতের এই রূপ আগে দেখেছেন কি! তাক লাগানো ছবি প্রকাশ করলো ISRO

ভারতের এই রূপ আগে দেখেছেন কি

মহাকাশ (Space) নিয়ে প্রতিনিয়ত গবেষণা করে চলেছে নাসা থেকে ইসরো। মহাকাশ থেকে মাঝে মাঝেই নতুন নতুন তথ্য উঠে আসে। তবে ইসরো সম্প্রতি এমন এক ছবি শেয়ার করেছে, যেখানে সমস্ত মহাদেশগুলিকে এক সাথে দেখা যাচ্ছে। পৃথিবীর ম্যাপ বা ছবি এর আগে নিশ্চই দেখেছেন। কিন্তু এমন ছবি এই প্রথম দেখবেন। যেখানে ভারতকেও স্পষ্ট দেখা যাচ্ছে (ISRO images of India)। চলুন আরো বিস্তারিত খবর জেনে নিন।

ISRO

স্যাটেলাইটে পৃথিবীর আশ্চর্যজনক কিছু ছবি ধরা পড়েছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO) এই ছবিগুলি শেয়ার করেছে। যেখানে পৃথিবীকে পুরো অন্যরকম দেখতে লাগছে। আর্থ অবজারভেশন স্যাটেলাইট (US-06) বা ওশিয়ানস্যাট-৩ ওশিয়ান কালার মনিটর (OCM) মাধ্যমে এই ছবি গুলি তুলেছে।

ইসরো এবিষয়ে জানিয়েছে যে, পৃথিবীর এই ছবিগুলি মহাকাশযান থেকে আসা তথ্যের উপর ভিত্তি করে ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার (NRSC) দ্বারা তৈরি করা হয়েছে। যা একপ্রকার মোজাইক। প্রতিটি মোজাইকে প্রায় ৩০০ জিবি ডেটা সংরক্ষন করা হয়েছে। যেখানে ২,৯৩৯ ছবিকে একসঙ্গে জুড়ে এই ছবিটি তৈরি করা হয়েছে। এই ছবিটি পৃথিবীকে একেবারে অন্য দেখতে লাগছে।

Map

গত ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের এই পৃথিবী এমনই ছিল। এই ছবিতে ভারতকেও দারুণ দেখতে লাগছে। ছবিতে চোখ রাখলেই জ্বলজ্বল করছে ভারত। মহাকাশ থেকে ভারতকে স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে। ইসরো এই ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছে, ‘ওসিএম ১৩টি আলাদা আলাদা তরঙ্গদৈর্ঘ্য দিয়ে পৃথিবীকে ছবিতে ধরে। মহাসাগর ও স্থলভূমিতে কত গাছপালা রয়েছে তার সঠিক হিসেব পেতেই এমন ব্যবস্থা করা।