ট্রেনের ইঞ্জিনে লেখা থাকা WAG, WAP, WDM এর অর্থ কী? এই সাংকেতিক চিহ্নগুলির মানে জানলে আপনিও হবেন অবাক

ট্রেনের ইঞ্জিনে লেখা থাকা WAG, WAP, WDM

ভারতীয় রেল ব্যাবস্থা (Indian Railway System) বিশ্বের বৃহত্তম রেল ব্যাবস্থা গুলির মধ্যে একটি। যেখানে যাত্রী ও পণ্য বাহীর জন্য রয়েছে অসংখ্য ট্রেন রয়েছে। বিভিন্ন রেল ইঞ্জিন দ্বারা ট্রেনগুলি চালিত হয়। তবে কখনো কি এই রেল ইঞ্জিন গুলি লক্ষ‍্য করেছেন? যেখানে বিভিন্ন বিষয় বোঝানোর জন্য WAG, WAP, WDM এবমগ WAম এর মতো কিছু জিনিস লেখা থাকে। তবে কেন এগুলি থাকে জানেন? চলুন প্রতিবেদন থেকে জেনে নিন।

Train

লোকমোটিভ বা ট্রেনের ইঞ্জিনগুলিতে (Rail Engine) যে অক্ষর গুলি লেখা থাকে তার প্রথম অক্ষর W। যা রেলপথের ট্র্যাকের গেটেজকে বোঝায়। ইঞ্জিন কোথা থেকে শক্তি পাচ্ছে তা বোঝানোর জন্য দ্বিতীয় অক্ষর হিসাবে থাকে A ও D। যেখানে A দ্বারা বোঝায় ইঞ্জিনটি বিদ্যুৎ চালিত। অন্যদিকে D নির্দেশ করে এটি ডিজেল দ্বারা চালিত। তৃতীয় অক্ষর হিসাবে লেখা থাকে P, G, M এবং S। যেখানে P বোঝায় যাত্রীবাহী ট্রেনকে। M থাকলে সেই ইঞ্জিন বিভিন্ন কাজেই ব্যাবহার করা যাবে। আর S নির্দেশ করে শান্টিং।

এবার যদি ট্রেনের ইঞ্জিনে লেখা থাকে WAG। তাহলে বুঝতে হবে সেই ইঞ্জিনটি ওয়াইড গেজ ট্র্যাকে চলবে এবং এটি বিদ্যুৎ চালিত, যা প্রধানত মালবাহী ট্রেন। অন্যদিকে ট্রেনে WAP লেখা থাকলে। তাহলে বুঝে নিতে হবে এই ট্রেনটি ওয়াইড গেজ ট্র্যাকে চলে। এটি একটি এসি মোটিভ পাওয়ার ইঞ্জিন। যা যাত্রী বহনের জন্য ব্যাবহৃত হয়।

WAG

অন্যদিকে অনেক সময় ট্রেনের ইঞ্জিনে WAM ও লেখা থাকে। এর মানে হলো, ট্রেনটি ওয়াইড-গেজ ট্র্যাকে চলে এবং এটি একটি AC মোটিভ পাওয়ার ইঞ্জিন। যে ইঞ্জিনটি যাত্রী ও পণ্য দুই পরিবহন করতে সক্ষম। এছাড়া যদি WAS লেখা থাকে, তাহলে বুঝতে হবে এই ইঞ্জিনটি ও ওয়াইড-গেজ ট্র্যাকে চলে। তবে এটি ব্যাবহৃত হয় শান্টিংয়ের জন্য।

Rail