একসঙ্গে জন্ম দিলেন ৯ টি সন্তান! গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুললেন এই মহিলা

একসঙ্গে জন্ম দিলেন ৯ সন্তানের! শুনতে অনাক লাগলেও বাস্তবে ঠিক এমনই এক ঘটনা ঘটেছে মরক্কোর (Morocco) বাসিন্দা সিজের সঙ্গে। তিনি নিজে, এমনকি চিকিৎসকেরাও প্রথমটায় বুঝতে পারেননি এই বিষয়টা। তবে একসঙ্গে যমজ নয় সন্তানের জন্ম দেওয়ার পর তাঁরা এবং তাঁদের মা সিজে, সকলেই সুস্থ স্বাভাবিক আছেন। আর এই বিষয়ের জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে (Guinness World Records) নাম উঠল মা সিজের।

মরক্কোর বাসিন্দা সিজে সন্তান সম্ভবা হওয়ার পর পরীক্ষা করিয়েছিলেন। জানা যায়, তাঁর গর্ভে বেড়ে উঠছে একসঙ্গে সাতটি শিশু। কিন্তু ডেলিভারির সময় অস্ত্রপচার করতে গিয়ে দেখা যায়, সাতটি নয়, নয়টি সন্তান রয়েছে সিজের গর্ভে। সাবধানতা অবলম্বন করে নয়টি শিশুর জন্ম দেয় চিকিৎসকরা। শুধু তাই নয়, এই নয়টি যমজ সন্তান অর্থাৎ ননুপ্লেটস, তাঁরা সকলেই জীবিত রয়েছে।

সাধারণত দেখা যায়, দুইয়ের অধিক আবার কখনও দুজন যমজ সন্তান হলে, সন্তান মারা যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তবে এক্ষেত্রে সেরকম কোন ঘটনাই ঘটেনি। মা এবং শিশুরা সকলেই জীবিত রয়েছে। রেকর্ড বলছে, এর আগে একসঙ্গে একই গর্ভ থেকে ভূমিষ্ঠ নয় সন্তান অর্থাৎ ননুপ্লেটস খুব বেশি সময় জীবিত থাকেনি। মাত্র কয়েক ঘণ্টা বেঁচে ছিল। কিন্তু এক্ষেত্রে ২০২১ সালের ৪ ঠা মে সন্তান জন্ম দেওয়ার পর সিজে এবং তাঁর নয় সন্তান সকলেই সুস্থ স্বাভাবিক রয়েছে। আর এই কারণেই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড ছবিসহ নাম উঠেছে সিজের।

সম্প্রতি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের পক্ষ থেকে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করা হয়। আর সেখানে দেখা গিয়েছে, সিজে এবং তাঁর স্বামীর সঙ্গে তাঁদের নয় সন্তান খেলাধূলা করছে। তাঁর সকলেই সুস্থ রয়েছেন। সেইসঙ্গে সিজে এবং তাঁর স্বামী তাঁদের সন্তানদের সুস্থতা কামনাও করছেন। আর এই ভিডিওটি ব্যাপকহারে ভাইরাল হয়েছে স্যোশাল মিডিয়ায়।

জানিয়ে রাখি, সিজের জন্ম দেওয়া এই নয় সন্তানের মধ্যে পাঁচজন শিশু কন্যা এবং চারজন শিশুপুত্র হয়েছিলে। মেয়েদের নাম রাখা হয়েছে আদামা, ওমু, হাওয়া, কাদিদিয়া, ফতুমা এবং ছেলেদের নাম ওমর, এলহাদজি, বাহ ও মোহাম্মদ।