৪৬ হাজার কোটি টাকার সম্পত্তি রাকেশ ঝুনঝুনওয়ালার, ইনি হবেন এই সম্পত্তির মালিক

Rakesh Jhunjhunwala: কে হবেন উনার সম্পত্তির মালিক

কয়েকদিন হল রাকেশ ঝুনঝুনওয়ালা (Rakesh Jhunjhunwala) পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। তাঁকে শেয়ার বাজারের বিগ বুল বলা হত। 1985 সালে মাত্র 5000 টাকা হাতে নিয়ে শেয়ার বাজারে প্রবেশ করেছিলেন রাকেশ ঝুনঝুনওয়ালা। সেখান থেকেই তৈরি করে নিয়েছিলেন নিজের অগ্রগতির রাস্তা। একাধিক শিল্প ও বাণিজ্যে তিনি বিনিয়োগ করেছিলেন। তাঁর নতুন এয়ারলাইন কোম্পানি আকাসা এয়ার-এ বিশাল বিনিয়োগ করেছিলেন এবং 7 অগাস্ট থেকে এই সংস্থা কাজ শুরুও করে দিয়েছে। বলা হত রাকেশ ঝুনঝুনওয়ালার (Rakesh Jhunjhunwala) বিনিয়োগ কখনো বিফল হয় না।

rakesh jhunjhunwala portfolio
rakesh jhunjhunwala portfolio

আর যেই যেই স্টকে বিনিয়োগ করতেন সেই স্টকে লাভ ছাড়া ক্ষতি খুবই কম হত, তাই অনেকেই তাকে ফলো করতেন। কারণ রাকেশ ঝুনঝুনওয়ালার স্টক মার্কেটের (share market) বিষয়ে দুর্দান্ত জ্ঞান তাকে আজ সফলতার চূড়ায় পৌঁছে দিয়েছিল। তবে রাকেশ ঝুনঝুনওয়ালার পরিস্থিতি বরাবর এমনটা ছিল না। আজ থেকে সাড়ে তিন দশক আগে যখন শেয়ার বাজারের যাত্রায় তিনি সদ্য যুক্ত হয়েছিলেন তখন তার হাতে মাত্র 5000 টাকা ছিল।

তবে পকেটে কম টাকা থাকলেও শেয়ার মার্কেটের সাফল্য আটকে থাকেনি তাঁর। বিনিয়োগসর ক্ষেত্রে গভীর প্রজ্ঞা ও সঙ্গে পাল্লা দিয়ে অধ্যয়নের কারণে আজ শেয়ার বাজারের বিগ বুল হয়ে উঠেছিলেন তিনি। তবে এখন সবচেয়ে মানুষের মধ্যে যে বিষয়টি নিয়ে আগ্রহ রয়েছে সেটি হলো, ঝুনঝুনওয়ালার এত সম্পত্তি এবং শেয়ার দেখভাল কে করবেন? আজকের প্রতিবেদনে সেই বিষয়ে জেনে নিন।

রাকেশ ঝুনঝুনওয়ালার প্রায় 46 হাজার কোটি টাকার সম্পত্তি রয়েছে। তিনি কম করে হলেও 32 টি স্টকের (Stock) পোর্টফোলিও পরিচালনা করতেন। তাঁর এত বিশাল সম্পত্তির হ্যান্ডলিং একজন অভিজ্ঞ ব্যক্তি করতে পারবেন। তাঁর শেয়ার গুলিও শেয়ার বাজারে (Share Market) পরিচালনার জন্য একজন দক্ষ এবং অভিজ্ঞ ব্যক্তির দরকার।

Rakesh Jhunjhunwala Familly

আইআইএফএল (IIFL) সিকিউরিটিজ অনুজ গুপ্তা এই বিষয়ে বলেছেন, রাকেশ ঝুনঝুনওয়ালা স্ত্রী রেখা ঝুনঝুনওয়ালা (Rekha Jhunjhunwala) সর্বদাই তাঁর স্বামীর সাথে ছিলেন। তাঁকে প্রতিটি কাজে সাহায্য করতেন। সেই কারনে রেখা ঝুনঝুনওয়ালা শেয়ার বাজারের সম্পর্কে অনেক কিছুই জানতেন। তাঁরা দুজনে বেশিরভাগ কোম্পানিতে বিনিয়োগ করতেন। অর্থাৎ এখন থেকে রাকেশ ঝুনঝুনওয়ালার সমস্ত সম্পত্তির মালিকানা তার স্ত্রীর কাছে থাকবে।