অবাঙালি হয়েও বাঙালিদের মনে করছেন রাজত্ব, জানুন বাংলা ধারাবাহিকের এই ৫ অভিনেতার আসল পরিচয়

এই পপুলার ৫ তারকা জন্মসূত্র বাঙালি হয়েও বাংলা সিরিয়ালে খ্যাতি অর্জন করেছে

বাঙালি দর্শকদের বিনোদনের আস্তানা হল বাংলা টেলিভিশন। নানান কুইজ শো, রিয়েলিটি শো, কুকিং শো, ডান্স শো ও সিরিয়াল চ্যানেল গুলির মাধ্যমে বাংলা সমৃদ্ধ পাচ্ছে। এই চ্যানেলগুলো সমৃদ্ধ বাড়াতে যেমন বাঙালি তারকাদের হাত রয়েছে, তেমনই অবাঙ্গালীদেরও (Non-bangali) অবদান রয়েছে যথেষ্ট। এই নিবন্ধে আমরা আপনাকে এমনই পাঁচ অবাঙালি তারকার (Non-bangali Actors) কথা বলব যারা বাংলা টেলিভিশনে বিনোদন দিয়ে আসছে। তবে এখন তাদের দেখে বা ভাষা শুনে মনে হবে না এরা বাঙালি নয়।

১. হানি বাফনা (Honey Bafna) :-    Bnagali serial
বিগত কয়েক বছর ধরে স্টার জলসা ও জি বাংলাতে বিনোদন দিয়ে আসছে হানি বাফনা। তিনি একজন মারোয়ারি জৈন পরিবারের সন্তান। যদিও তার জন্ম হয়েছে কলকাতাতেই। এই অভিনেতাকে ‘বকুল কথা’, ‘প্রথমা কাদম্বিনী’ ও ‘গ্রামের রানী বীণাপাণি’ ধারাবাহিক অভিনয় করতে দেখা গিয়েছে।

২. ক্রুশল আহুজা (Krushal Ahuja):-    Bangali serial
এই অভিনেতাকে জি-বাংলায় ‘কি করে বলবো তোমায়’ ধারাবাহিকে দেখা যায়। তিনি খুব অল্প সময়ের দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। অবশ্য এর আগে ‘রানু পেল লটারি’ ধারাবাহিকে দেখা গিয়েছিল তাকে। তিনি জন্মসূত্রে উত্তরপ্রদেশের বাসিন্দা। তার বাবা হলেন রাজ দা আহুজা, যিনি পেশায় ডাক্তার। সেইসূত্রে তারা স্ব-পরিবার কলকাতায় এসে বাস করেন। আজ তার ছেলে ক্রুশল বাংলার টেলিভিশন জগতে অংশ নিয়েছে।

৩.নেহা আমন্দীপ (Neha Amandeep) :-  Bangla serial
সন্ধ্যার বিনোদনের জনপ্রিয় অভিনেত্রী হলেন নেহা আমন্দীপ। এই অভিনেত্রী জন্মসূত্রে পাঞ্জাবি। জি বাংলার ‘স্ত্রী’ সিরিয়ালে কাজ করে ব্যাপক জনপ্রিয় হয়েছেন তিনি। এরপর তাকে সান বাংলা ‘কোনে বৌ’ সিরিয়ালে দেখা যায়। যদিও একসময় সন্ধ্যার বিনোদনের অংশ হয়ে থাকলেও এখন আর বাংলা সিরিয়ালে দেখা যায় না তাকে।

৪. ঋষি কৌশিক (Rishi koushik) :-  Bangali serial
বাংলা দূরদর্শনের অন্যতম অভিনেতা ঋষি কৌশিকও একজন অবাঙালি। তিনি অসমের তেজপুরের বাসিন্দা। তিনি ‘ইষ্টিকুটুম’ থেকে শুরু করে ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকে অভিনয় করে দারুন জনপ্রিয় হয়ে উঠেছেন।

৫. ভরত কল (Bharat kaul) :-    Bangali serial
এই অভিনেতা হলেন একজন কাশ্মীরি পন্ডিত। এই অভিনেতা বাংলার বিনোদন জগতে পা রেখেছে আজ থেকে প্রায় ৩০ বছর আগে। তিনি বাংলা সিরিয়ালের পাশাপাশি অনেক বাংলা চলচ্চিত্রতেও কাজ করেছেন। তার বাংলা বলতে অসুবিধা না হলেও লিখতে ও পড়তে পারেন না, এক সাক্ষাৎকারে এমনটাই প্রকাশ করেছেন তিনি।