মাঝপথেই বন্ধ হয়েছে শ্যুটিং, মুক্তির আগেই থমকে গিয়েছে এই ৫ চলচ্চিত্র

চলচ্চিত্র কিছুটা স্বপ্নের মত। চলচ্চিত্র নির্মাতাদের দেখা সেই স্বপ্ন, তাঁরা চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে ছড়িয়ে দেয়। যার ফলে কোন নতুন চলচ্চিত্র মুক্তি পাওয়ার আশায় অধীর আগ্রহে অপেক্ষা করেন দর্শকরা। তবে অনেক সময় এমন হতেই দেখা যায়, যে চলচ্চিত্র মুক্তি পাওয়ার কথা উঠলেও, এমনকি শ্যুটিং সম্পন্ন হয়ে গেলেও কোন কারণে সেই চলচ্চিত্র আর মুক্তি পায়নি। দেখে নিন এমন কিছু চলচ্চিত্রের তালিকা-

img 20230329 121907

তালিস্মান (taalismaan)- ২০০৯ সালে বিধু বিনোদ চোপড়ার প্রযোজনায় রাম মাধবানি পরিচালিত ‘তালিস্মান’ চলচ্চিত্রের টিজারও মুক্তি পেয়ে গিয়েছিল। কিন্তু তারপর বলিউডের বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চন অভিনীত এই চলচ্চিত্র আর মুক্তি পায়নি। দেবকিনন্দন খত্রীর বিখ্যাত উপন্যাস ‘চন্দ্রকান্ত’-এর একটি রূপান্তর করে তৈরি করা এই চলচ্চিত্র কিছু টাকার সমস্যার কারণে আর মুক্তি পায়নি।

img 20230329 122014

দশ (dus)- ১৯৯৬ সালের দিকে মুকুল আনন্দের স্বপ্নের প্রোজেক্ট নিয়ে ‘দশ’ চলচ্চিত্রের শ্যুটিং শুরু হয়েছিল। এই চলচ্চিত্রে সেনা কর্মকর্তার ভূমিকায় ছিলেন সালমান খান ও সঞ্জয় দত্তকে দেখতে পাওয়া যেত। গুরুত্বপূর্ণ চরিত্রে শিল্পা শেঠি ও বিনোদ খান্নার পাশাপাশি নেতিবাচক চরিত্রে দেখা যেত রাভিনা ট্যান্ডনকে। কিন্তু চলচ্চিত্রের শ্যুটিংর মাঝপথেই মারা যান মুকুল আনন্দ। সেই কারণে এই চলচ্চিত্রটি আর মুক্তি পায়নি।

সরহদ (Sarhad)- ‘সীমান্ত’ তৈরি করা পরিচালক জেপি দত্ত প্রথম চলচ্চিত্র ছিল ‘সরহদ’। এটি ছিল ভারতীয় যুদ্ধবন্দীদের গল্প। মুখ্য ভূমিকায় ছিলেন বিনোদ খান্না ও বিন্দিয়া গোস্বামী। এটি মিঠুন চক্রবর্তীর প্রথম ছবি হতে পারত। কিন্তু ছবিটি মুক্তি পায়নি। জানা গেছে, ছবির শুটিংও শুরু হয়েছিল, কিন্তু এর মধ্যেই প্রযোজকের আর্থিক সমস্যার কারণে চলচ্চিত্রের বাকি কাজ আজও থমকে রয়েছে।

img 20230329 121950

লেটস ক্যাচ বীরাপ্পান (lets catch Veerappan)- ২০০৪ সালে জানা গিয়েছিল, তিন গ্রামবাসীর গল্প নিয়ে রামগোপাল ভার্মা বীরাপ্পানের উপর একটি চলচ্চিত্র লিখছেন। চলচ্চিত্রের শ্যুটিং আগস্টে শুরু হওয়ার কথা থাকলেও, তা শুরু হয় অক্টোবরে। কিন্তু চলচ্চিত্র শুরুর প্রথম দিনই মারা যান বীরাপ্পান। সেই কারণে এই চলচ্চিত্র তৈরি করাই হয়নি।

খবরদার (Khobordar)- ১৯৮৪ সালে পরিচালক টি. রামা রাও ‘খবরদার’ নামে একটি চলচ্চিত্র তৈরি করছিলেন যেটি প্রথম চলচ্চিত্র ছিল অমিতাভ বচ্চন ও কমল হাসানের। কিন্তু এই চলচ্চিত্রে কামাল হাসানের চরিত্রটি বেশি আকর্ষণীয় হওয়ায়, মাঝপথেই চলচ্চিত্রের শ্যুটিং ছেড়ে বেরিয়ে যান অমিতাভ বচ্চন। জানা যায়, সেই কারণেই এই চলচ্চিত্র সম্পূর্ণ হয়নি।